ad
ad

Breaking News

Gold Price

ভারত-পাক উত্তেজনার মধ্যে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম, কত বাড়ল জানেন?

সীমান্তে উত্তেজনা সোনার দামের উপর সরাসরি প্রভাব ফেলেছে। এর আগে, সোনার দাম কিছু কমলেও ফের তা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে।

Gold prices are rising again, do you know how much they have increased?

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধিতে ফের বাড়ল সোনার দাম। একধাক্কায় প্রতি ১০ কেজি সোনার দাম প্রায় চার হাজার টাকা বাড়ল। সীমান্তে উত্তেজনা সোনার দামের উপর সরাসরি প্রভাব ফেলেছে। এর আগে, সোনার দাম কিছু কমলেও ফের তা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। শুধু মাল্টি কমোডিটি এক্সচেঞ্জতেই নয়, দেশীয় বাজারেও সোনার দাম বেড়েছে।

তথ্য অনুসারে, ২ মে দেশীয় বাজারে ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৯৩,৯৫৪ টাকা যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৯৬,৪২০ টাকা। সেইসঙ্গে  ২২ ক্যারেট সোনা দাম ৯৪,১০০ টাকা, ২০ ক্যারেট সোনার দাম ৮৫,৮১০ টাকা, ১৮ ক্যারেট সোনা দাম ৭৮,১০০ টাকা এবং ১৪ ক্যারেট সোনার দাম  ৬২,১৯০ টাকা। এই সোনার দাম বৃদ্ধি নিয়ে ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষের কথা উল্লেখ করেছে। তবে রুপোর দামের খুব একটা বদল হয়নি। বর্তমানে রুপোর দাম পৌঁছিয়েছে ৯৬,৮৮০ টাকায়।

উল্লেখ্য, সোনা ভারতে বলুন বা বাংলায় একটি অত্যন্ত শুভ ধাতু বলেই মনে করা হয়। যে কোনও অনুষ্ঠানে বা শুভ কাজে সোনা উপহার দেওয়ার চল রয়েছে। আবার অনেকে সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও মনে করেন। ফলে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি মুনাফা আসলেও সোনার গয়না কেনার পক্ষে খরচ অনেকখানি বেড়ে যায়।

গত কয়েক সপ্তাহে রেকর্ড গড়ছে সোনা। যার জেরে রেকর্ড হাই-এ পৌঁছে গিয়েছে হলুদ ধাতুর মূল্য। আসলে দেশীয় এবং বিদেশি বাজারে এক লহমায় প্রচুর দাম বেড়ে গেল সোনার। বর্তমানে সোনার যা দাম, তা এখন মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরেই বলা চলে।  সোনা কিনতে গেলেই হাতে যেন ছ্যাঁকা লাগছে।এই পরিস্থিতিতে দেশীয় বাজারে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম।