চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: দেশের অন্যতম পাদুকা শিল্প প্রতিষ্ঠান অজন্তা শ্যুজ (Ajanta Shoes) ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ডিলার ও সাব-ডিলারদের নিয়ে শনিবার দুপুরে বহরমপুরে এক বিশেষ বিজনেস মিট অনুষ্ঠিত হল। তিন জেলার অজন্তা ডিলার ও সাব-ডিলারদের উপস্থিতিতে এই সম্মেলনে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন পণ্যের উন্মোচন এবং বিপণন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই অনুষ্ঠানে ৩৫০ ধরণের নতুন পণ্য – শু, স্যান্ডাল, স্পোর্টস শু এবং অন্যান্য ফ্যাশনেবল ফুটওয়্যার উন্মোচিত হয়। সব মিলিয়ে ১৫৫ জন ডিস্ট্রিবিউটর এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
[আরও পড়ুন: Set Rumors: শুটিংয়ে গুরুতর আহত হয়ে আমেরিকায় শাহরুখ! সত্যিই কি তাই ?]
জেলায় সেরা পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পাঁচ জন সফল ডিলারকে অজন্তা শ্যুজ (Ajanta Shoes) ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ‘বিজনেস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মুর্শিদাবাদ জেলার ২ জন, নদিয়া জেলার ২ জন এবং বীরভূম জেলার ১ জন ডিলার রয়েছেন।
[আরও পড়ুন: Rameshbabu Praggnanandhaa: আবারও কার্লসেনকে হারালেন প্রজ্ঞানন্দ! লাস ভেগাসে দুরন্ত জয়]
এদিনের ‘বিজনেস মিট’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজন্তার ভাইস প্রেসিডেন্ট (Ajanta Shoes) তথা সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ধরমবীর জৈন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিদ্ধার্থ সহ অন্যান্য কর্মকর্তারা। অজন্তার ভাইস প্রেসিডেন্ট তথা সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ধরমবীর জৈন পুরস্কার প্রদান করেন এবং বলেন, ‘আমাদের সংস্থা ২০২৬ সালে ৭০ বছরে পদার্পণ করবে। পাশাপাশি ২০২৮ সালের মধ্যে এক হাজার কোটি টাকার ব্যবসায়িক লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।’