চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : আসল নকল বিচার না করে গয়না কিনে ঠকেছেন বিদেশি তরুণী। যেখানে ভালো গয়না দেখেন সেখান থেকেই তিনি তার সংগ্রহ করে নেন। ভালো কারুকাজ করা এরকমই একটা গয়না ভারত থেকে কিনেছিলেন আমেরিকান তরুণী চেরিশ । সেই গয়না এতটাই কারুকাজ করা যে সেই তরুণী তার আসল নকল বিচার না করে কিনে নিয়ে যান আমেরিকায়।
[ আরও পড়ুন : Side Effects Of Wearing Contact Lenses: চোখে ২৪ ঘণ্টায় ব্যবহার করছেন কনট্যাক্ট লেন্স? জানেন কি চোখের কত বড় ক্ষতি করছেন আপনি ]
অবশেষে এপ্রিলে এক প্রদর্শনীতে সেই গয়না দেখানোর পর তিনি জানতে পারেন ভারতের রাজস্থানের গৌরব সোনির কাছ থেকে যে গয়না তিনি কিনেছেন তা আসলে নকল। যখন চেরিশ এই গয়না কিনেছিলেন তখন তিনি ব্যয় করেছিলেন ছ’কোটি । যদিও ওই গয়নার আসল মূল্য ৩০০ টাকা। ২০২২ সালে তার ভারতের গয়না ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয় instagram এর মাধ্যমে সেখান থেকে তিনি ভারতে চলে আসেন গয়না কেনার জন্য। আর সেখানেই তিনি ঠকে যান। যা তিনি জানতে পারেন এতদিন পর।
[ আরও পড়ুন : Nabanna Meeting: প্রশাসনের পর্যালোচনামূলক বৈঠকের ২৪ ঘন্টার মধ্যে শিল্প সংক্রান্ত বৈঠক নবান্নে, বৈঠক বৃহস্পতিবার ]
আপনি কীভাবে জানবেন আপনার সোনার গয়না আসল না নকল ? সোনা আসল না নকল তা শনাক্ত করার জন্য প্রথমে নজর রাখতে হবে গহনার হলমার্ক স্ট্যাম্পের দিকে। চুম্বক দিয়েও পরীক্ষা করে দেখা যেতে পারে সোনা আসল না নকল। যদি কোনো সোনার গয়না কে চুম্বক আকর্ষণ করে তাহলে তার নকল। এই ঘটনার নেপথ্যে যারা জড়িত তারা পলাতক । যার মধ্যে রয়েছেন রাজস্থানের স্বর্ণ ব্যবসায়ী গৌরব সোনে। জানা গিয়েছে রূপোর গয়না সোনালী রঙ করে বিক্রি করা হয়েছে ।