ad
ad

Breaking News

Chandipur

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান! কিশোরীকে খুনের অভিযোগে গ্রেফতার যুবক

প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দশম শ্রেণীর ছাত্রী। অভিযোগ, সেই 'অন্যায়'-এর সাজা স্বরুপ পানীয়তে বিষ মিশিয়ে কিশোরীকে খুন করেছে যুবক।

Young man arrested for murdering teenage girl after rejecting love proposal

প্রতীকী চিত্র

Bangla Jago Desk: প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন দশম শ্রেণীর ছাত্রী। অভিযোগ, সেই ‘অন্যায়’-এর সাজা স্বরুপ পানীয়তে বিষ মিশিয়ে কিশোরীকে খুন করেছে যুবক। এমনকি ওই বিষ মেশানো জল খেয়ে মৃত ছাত্রীর আরেক বান্ধবী গুরুতর অবস্থায় তমলুক মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি চন্ডিপুরের। এই ঘটনা বিষয়ে জানতে পেরে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক আকাশ সামন্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, চন্ডিপুরের একটি হাইস্কুলের ছাত্র ছিল ওই মৃত কিশোরী। আর আকাশ সামন্ত নামের অভিযুক্ত ওই যুবক একজন রাজমিস্ত্রি সহকারী শ্রমিক। সম্প্রতি কয়েকদিন আগে মৃত কিশোরীর পাশের এক বাড়িতে কাজে গিয়েছিলেন আকাশ সামন্ত। শুরু থেকেই ভাল ব্যবহার করতে থাকে, তবে পরে বারংবার প্রেমের প্রস্তাব দেয়।

সরস্বতী পুজোর আমন্ত্রণ জানাতে জানুয়ারি মাসের ১৮ তারিখ কিশোরী ও তার এক বান্ধবী পাশে স্কুলে গিয়েছিল। পথ আটকে কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয় ওই যুবক। এরপর নানারকম প্রলোভন দেখিয়ে ওই কিশোরী ও তার বান্ধবীকে ঠান্ডা পানীয় খাওয়ায় অভিযুক্ত আকাশ সামন্ত। বাড়ি ফেরার পর দেখি কিশোরী অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে স্থানীয় গ্রামীন হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। ক্রমশ অবস্থার অবনতি হতে দেখা গেলে দুজনকে স্থানান্তরিত করে তমলুক জেলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর রবিবার মৃত্যু হয় কিশোরীর। অপর বান্ধবীটি এখনো চিকিৎসাধীন। এই ঘটনায় চন্ডিপুর থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃত কিশোরীর বাবা। অভিযোগে ভিত্তিতে সোমবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।