ad
ad

Breaking News

World Yoga Day

World Yoga Day: স্মার্ট ফোন নয়, আজকের দিনে শপথ হোক শরীর চর্চার!

গোটা দেশের পাশাপাশি রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তে এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করছেন বিভিন্ন শ্রেণীর মানুষ।

World Yoga Day Celebrated on Bhagirathi Banks in Santipur

চিত্র: নিজস্ব

মাধব দেবনাথ,নদিয়াঃ শনিবার বিশ্ব যোগ দিবস। গোটা দেশের পাশাপাশি রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তে এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। ঠিক একইভাবে ১১ বছর ধরে অক্লান্ত পরিশ্রমের চেষ্টাই দেশ তথা দেশের বাইরে থেকেও ভারতের হয়ে যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয় ছিনিয়ে নিয়ে আসা নদীয়ার শান্তিপুর ওম যোগ থেরাপি সেন্টারের ছাত্র-ছাত্রীরা আজ ভাগীরথী নদীর তীরে জাতীয় সংগীত এবং জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে বিশ্ব যোগ দিবস পালন করলেন (World Yoga Day)।

আরও পড়ুন: NCC Residential Workshop: ৪০০ এনসিসি ক্যাডেটের আবাসিক শিবির, দেশসেবায় প্রশিক্ষিত ভবিষ্যৎ সেনা

মূলত গোটা সমাজ বর্তমানে স্মার্ট ফোন নিয়ে ব্যস্ত। যার কারণে অল্প বয়সেই শরীরে বিভিন্ন রোগ সংক্রমণের বাসা বাঁধছে। পাশাপাশি মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছে সকলে। সেই কারণে চিকিৎসকরা বারবার পরামর্শ দেন সকালে উঠে শরীর চর্চা করার। তাতে একদিকে যেমন শারীরিক দিক থেকে সুস্থ ও সবল থাকা যায় ঠিক তেমনি অন্যদিকে মানসিকভাবেও সুস্থ থাকা যায় (World Yoga Day)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

মূলত সেই বার্তা নিয়েই শনিবার বিশেষ উপস্থাপনা শান্তিপুরে। নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর ভাগীরথী নদীর তীরে মনোরম পরিবেশের মধ্যে দিয়ে বিশ্ব যোগা দিবসে এক অপূর্ব উপস্থাপনা তুলে ধরলেন নব প্রজন্মের ছাত্র-ছাত্রীরা (World Yoga Day)।