ad
ad

Breaking News

MSME Sector

দেবীপক্ষের সূচনার আগেই দেশের মধ্যে শীর্ষস্থানে রাজ্যে মহিলা চালিত ক্ষুদ্র-মাঝারি শিল্প, উচ্ছ্বসিত মমতা

নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে রাজ্যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পক্ষেত্রে রাজ্যকে শীর্ষ স্থানে নিয়ে যাওয়ার জন্য এই শিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের মহিলাদের কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Women-run small and medium industries in the state top in the country ahead of Devi Paksha launch, exhilarated Mamata

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : আজ মহালয়া। দেবীপক্ষের এই শুভক্ষণে গোটা বাংলা জুড়ে শুরু হবে মাতৃশক্তির আরাধনা। সেইমতই বাংলার বিভিন্ন প্রান্ত সেজে উঠছে আলো-রোশনায়। এদিকে উৎসব শুরুর প্রাক্কালে রাজ্যের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ক্ষেত্রে মহিলাদের প্রচেষ্টা শীর্ষস্থান দখল করল গোটা দেশে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এ কথা জানান। শুধু তাই নয়, এদিন তিনি মহিলা পরিচালিত অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পক্ষেত্রে রাজ্যকে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার জন্য এর সঙ্গে যুক্ত রাজ্যের মহিলাদের কুর্নিশ জানান।

তিনি লেখেন, ‘‘দেবীপক্ষের প্রাক্কালে ঘোষণা করতে পেরে গর্বিত যে ভারত সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মন্ত্রকের প্রকাশিত ২০২৩-২৪ সালের বার্ষিক প্রতিবেদন পশ্চিমবঙ্গে মহিলা পরিচালিত সংস্থাগুলি প্রথম স্থান দখল করেছে।’’ তিনি আরও লেখেন, ‘‘আশ্চর্যজনক ভাবে, রাজ্যের মহিলাদের পরিচালিত অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মন্ত্রকের অধীনে সব বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। সারা দেশের মধ্যে মহিলাদের দ্বারা পরিচালিত উদ্যোগগুলির মধ্যে রাজ্যের অবদান ২৩.৪২ শতাংশ।’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেন্দ্রীয় সরকারের দেওয়া এই পরিসংখ্যানই জানান দিচ্ছে রাজ্যের উন্নয়নের মহিলাদের অংশীদারিত্ব কতটা। এদিন নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘এই ছবিটি নারীর ক্ষমতায়নে পশ্চিমবঙ্গের প্রগতিশীল দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে এবং রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে তাঁরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাও প্রকাশ করেছে।’’

পিতৃপক্ষে মায়ের পুজোর উদ্বোধন হয় না। তাই মহালয়ার আগে উত্সবের সূচনা করা হয়। মঙ্গলবার শ্রীভূমি স্পোটিং ক্লাব প্রাঙ্গণ থেকে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই শ্রীভুমি স্পোটিং ক্লাবের পুজো দিয়ে উৎসবের সূচনা করে দিয়েছেন মমতা। এদিন উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রকের তরফে রাজ্যেকে এই শিরোপা দেওয়ার কথা ঘোষণা করা হয়। প্রশাসনিক মহলের অনুমান, শারদোৎসব শুরুর আগে রাজ্যের এই প্রাপ্তিকে দেবীপক্ষের সঙ্গেই যুক্ত করে দেখতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে মঙ্গলবার শ্রীভূমি স্পোটিং ক্লাবের উদ্বোধনে উত্সবের মাঝেও বন্যা কবলিত এলাকার মানুষকে ত্রাণ সহায়তা প্রদানে তত্পরতার কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। সমাজের রুটি-রুজির স্বার্থ যেখানে জড়িত সেখানে সর্বজনীন উত্সবকে সর্বাঙ্গসুন্দর করার জন্য সব অংশের মানুষকে প্রশাসনকে সাহায্য করার আহ্বানও জানিয়েছিলেন প্রশাসনিক প্রধান।