ad
ad

Breaking News

Woman Branded Witch

Woman Branded Witch: বীরভূমে ‘ডাইনি’ অপবাদে নারকীয় অত্যাচার, গৃহবধূকে অর্ধনগ্ন করে নাচানোর অভিযোগে গ্রেফতার ২

অভিযোগ, ‘ডাইনি’ অপবাদে তাঁকে অর্ধনগ্ন করে গ্রামের মন্দিরে প্রকাশ্যে নাচানো হয়।

Woman Branded Witch and Paraded Half-Naked in Birbhum Village

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: আধুনিক যুগে দাঁড়িয়েও আদিম কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বলি হতে হল এক গৃহবধূকে। অভিযোগ, ‘ডাইনি’ অপবাদে তাঁকে অর্ধনগ্ন করে গ্রামের মন্দিরে প্রকাশ্যে নাচানো হয়। ঘটনার পর বীরভূমের রামপুরহাট থানার পুলিশ ছুটে এসে নির্যাতিতা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে এবং দুই ‘ওঝা’-সহ তাঁর স্বামীকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার রামপুরহাট থানার তাতঁবাঁধা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানসিক অবসাদে দীর্ঘদিন ধরে ভুগছিলেন বছর চল্লিশের ওই গৃহবধূ। পরিবারের দাবি, বহু চিকিৎসা করেও কোনও ফল না হওয়ায় তাঁরা স্থানীয়দের পরামর্শে এক ওঝার শরণাপন্ন হন। সেই সুযোগেই মাথাচাড়া দিয়ে ওঠে গ্রামীণ কুসংস্কার (Woman Branded Witch)।

আরও পড়ুনঃ Monday Horoscope: কী বলছে মেষ থেকে মীন—জেনে নিন রাশিচক্রের গোপন বার্তা

গ্রামবাসীদের দাবি, ঝাড়খণ্ড সীমান্ত থেকে দুই ওঝাকে ডেকে আনা হয়। গ্রামে হনুমান বেদিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। সেই পুজোয় বলা হয়, ‘ডাইনি’ তাড়ানোর জন্য গৃহবধূকে পুজোর মধ্যে রেখে অর্ধনগ্ন করে নাচানো জরুরি। দুই পাড়ার প্রায় ৫০-৬০টি বাড়ি থেকে চাঁদা তুলে পুজোর বন্দোবস্ত করা হয়। রবিবার সকালে শুরু হয় পুজো। ওই সময় গৃহবধূকে টেনে আনা হয় মন্দির চত্বরে। প্রকাশ্যেই তাঁর পোশাক খুলে অর্ধনগ্ন করে তাঁকে ‘উপাচার’-এর অঙ্গ হিসেবে নাচানো হয়। উপস্থিত ছিলেন শতাধিক গ্রামবাসী, যাঁদের অনেকেই দৃশ্যটি উৎসবের মতো উপভোগ করেন। কেউ বাধা দেননি—শুধু একজন বাদে (Woman Branded Witch)।

গ্রামেরই বাসিন্দা সন্তোষ মির্ধা বলেন, “খবর পেয়ে আমি ছুটে যাই। গিয়ে দেখি এক মহিলা অর্ধনগ্ন অবস্থায় নাচাচ্ছে ওঝারা। চারপাশে গ্রামবাসীদের ভিড়। আমি প্রতিবাদ করি। এরপর সেখান থেকে পালিয়ে গিয়ে থানায় ফোন করি।” খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী গ্রামে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাঠিচার্জ করে গ্রামবাসীদের ছত্রভঙ্গ করা হয়। দুই ওঝাকে আটক করা হয়। একইসঙ্গে উদ্ধার করা হয় নির্যাতিতা গৃহবধূ এবং তাঁর স্বামীকে। মহিলাকে ভর্তি করা হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় মহিলার স্বামী ও ছেলে পুলিশের সামনেই জানান, “আমরা চিকিৎসা করেও উপকার পাইনি। তাই ওঝাকে ডেকে রোগ সারানোর চেষ্টা করছিলাম। ওঁরা যা করছেন, আমাদের ভালোর জন্যই করছেন (Woman Branded Witch)।”

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

প্রসঙ্গত, এই একই অঞ্চলের বটতলা গ্রামে ২০১০ সালের এপ্রিল মাসে ভয়াবহ এক ঘটনার সাক্ষী থেকেছিল রাজ্য। সেবার সুনীতা মুর্মু নামে এক কিশোরীকে ‘ডাইনি’ বলে বিবস্ত্র করে আটটি গ্রামে ঘোরানো হয়েছিল। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু এতদিন পরেও কুসংস্কারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা যে গড়ে ওঠেনি, তা ফের একবার প্রমাণ করল তাতঁবাঁধার ঘটনা। এই ঘটনা আবারও প্রমাণ করল, প্রশাসন যতই কড়া হোক, সামাজিক সচেতনতা ছাড়া এই ধরনের বর্বরতা বন্ধ করা সম্ভব নয় (Woman Branded Witch)।