ছবি : সংগৃহীত
Bangla Jago Desk : নির্বাচনের জন্য প্রায় দু’মাসের অধিক সময় উন্নয়নমূলক কাজ একপ্রকার থমকে ছিল। নির্বাচনী বিধিনিষেধ উঠে যেতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজের গতি আনতে তৎপর হয়েছেন। মঙ্গলবার নবান্নে রাজ্য প্রশাসনের পর্যালোচনা মূলক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ২৪ ঘন্টা পর আবারো গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে নবান্ন সভা ঘরে। মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে বৃহস্পতিবার হবে এই বৈঠক।
[ আরও পড়ুন – জামাইদের জন্য রকমারি মিষ্টি, তবে নদিয়ার মিষ্টির দোকান গুলিতে যার চাহিদা তুঙ্গে]
বিকেল চারটেয় নবান্ন সভাগরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে আয়োজিত এই বৈঠকে রাজ্যের শিল্পোদ্যোগী ও শিল্পের সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিরা যোগ দেবেন বৈঠকে। বৈঠকে থাকবেন শিল্প সংক্রান্ত বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সচিব পর্যায়ের আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, রাজ্যে শিল্পের গতি আনতে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকের আহ্বান করেছেন। নির্বাচন চলাকালীন মুখ্যমন্ত্রী শিল্পোদ্যোগীদের সঙ্গে সংযোগ রক্ষা করতে পারেননি।
[ আরও পড়ুন – IndiGo: দুর্গাপুর থেকে আরও তিনটি শহরের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে]
এই বৈঠকের মধ্য দিয়ে সেই সংযোগ স্থাপনের কাজটিও সেরে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আরও বিনিয়োগের লক্ষ্যে বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য। রাজ্যে শিল্প স্থাপনে বিদেশ সফর করেছেন মুখ্যমন্ত্রী। ব্যাপক সাড়া মিলেছে। দেশ ও বিদেশের বিভিন্ন শিল্প গোষ্ঠী বাংলায় বিনিয়োগ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বৈঠকের মধ্য দিয়ে তার গতিপ্রকৃতি খতিয়ে দেখবেন। পর্যালোচনা করে দেখবেন যেসব বিনিয়োগ রাজ্যে এসেছে তার কাজ কতটা এগিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চান কোন সময় ব্যয় নয়, দ্রুততার সঙ্গে সমস্ত কাজ এগিয়ে চলুক।