ad
ad

Breaking News

Jalpaiguri

বুনো শুয়োরের আক্রমণ, জখম মহিলা শ্রমিক

ডুয়ার্সের চা বাগানগুলিতে বন্য প্রাণীদের আক্রমণ এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে। কেননা মাঝেমধ্যেই চা শ্রমিকদের ওপর চিতাবাঘের আক্রমণের ঘটনা ঘটে

Wild boar attack, injured women workers

নিজস্ব ছবি

Bangla Jago Desk,জলপাইগুড়ি,সুব্রত রায়: ডুয়ার্সের চা বাগানগুলিতে বন্য প্রাণীদের আক্রমণ এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে। কেননা মাঝেমধ্যেই চা শ্রমিকদের ওপর চিতাবাঘের আক্রমণের ঘটনা ঘটে। আর এবার বুনো শুয়োরের আক্রমণের ঘটনা ঘটলো ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের হিলা চা বাগানে। ঘটনায় আহত হয়েছেন এক মহিলা চা-শ্রমিক।

জখম শ্রমিকের নাম সারিতা ওঁরাও। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে চা শ্রমিকদের মধ্যে।
জানা গেছে,  হিলা চা বাগানের চার নং লাইনের বাসিন্দা সারিতা ওঁরাও প্রতিদিনের মতো বৃহস্পতিবারও অনান্য চা শ্রমিকদের সাথে বাগানের লোয়ার ডিভিশন ফাইভ সি সেকশনে চাপাতা তোলার কাজ করছিলেন । সেসময় আচমকা একটি বুনো শুয়োর তার উপর হামলা চালায়। ঐ মহিলার পেট, কোমর সহ বিভিন্ন অংশে দাত বসিয়ে দেয়। সেসময় পাশে থাকা অন্যান্য শ্রমিকরা চিৎকার চেঁচামেচি করলে বুনো শুয়োরটি তাকে ছেড়ে ফের চাবাগানের মধ্যে লুকিয়ে পড়ে। এরপর শ্রমিকরাই আহত অবস্থায় ঐ মহিলাকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। উল্লেখ্য, ডুয়ার্সের চা বাগানগুলিতে বন্যপ্রাণীদের আনাগোনা লেগেই থাকে। এমনকি শ্রমিকদের ওপর চিতাবাঘ, হাতি, বাইসনের হামলার ঘটনাও ঘটে। তবে এবার নতুন করে বুনো শুয়োরের আক্রমণের ঘটনায় আতঙ্কিত শ্রমিকরা।