ad
ad

Breaking News

ঠাকুরপুকুর

ঠাকুরপুকুরে স্বামীর গোপন অঙ্গ কেটে দিল স্ত্রী

Bangla Jago TV Desk : ঠাকুরপুকুর মহেশতলা দক্ষিণ চট্টা গায়েনের পোলের কাছে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় ছটপট করতে দেখে এক ব্যক্তিকে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে কালিতলা আশুতি থানার পুলিশ পৌঁছে আহত স্বামীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি ওই ভাড়া বাড়িতে তালা মেরে স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। আহত স্বামীর নাম বাপি […]

Bangla Jago TV Desk : ঠাকুরপুকুর মহেশতলা দক্ষিণ চট্টা গায়েনের পোলের কাছে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় ছটপট করতে দেখে এক ব্যক্তিকে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে কালিতলা আশুতি থানার পুলিশ পৌঁছে আহত স্বামীকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি ওই ভাড়া বাড়িতে তালা মেরে স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। আহত স্বামীর নাম বাপি মোল্লা, বাড়ি মহিষগৌট এলাকায়।

স্ত্রীর নাম নীলিমা ওরফে শম্পা কাঞ্জি, বজবজ থানার অন্তর্গত বেতে বাড়ি এলাকায়। মহিলার প্রথম স্বামী অনুপ কাঞ্জি। ফেট কারখানায় কাজে আসে এই মহিলা। বাপির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠায়, মহিলা তার প্রথম স্বামীকে ছেড়ে চট্টার ভাড়া বাড়িতে বাপির সঙ্গে থাকতো ওই মহিলা। পুলিশ জানায়, রবিবার সকালে বাপি ও নীলিমার মধ্যে পারিবারিক অশান্তি হয়। এসময় রাগের বশে নীলিমা বাপির গোপন অঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয়। আহত বাপি চিৎকার করতে থাকে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ নীলিমাকে জিজ্ঞাসাবাদ করছে। কীভাবে এই ঘটনা ঘটলো, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, বাপি ও নীলিমার মধ্যে আগে থেকেই অশান্তি ছিল। এসময় নীলিমা রাগের বশে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

FREE ACCESS