ছবি : সংগৃহীত
Bangla Jago Desk: অগ্নিমূল্য আলুর দাম। কেজি প্রতি আলু প্রায় ৪০ টাকা ছুঁই ছুঁই। সাধারণ মানুষের নাভিঃশ্বাস অবস্থা। শুধু আলুর দাম নয়, অন্যান্য সবজি, আনাজ-পাতির দাম আগুন ছোঁয়া। বাজারের এই অগ্নিমূল্য নিয়ে জরুরি বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অগ্নিমূল্য নিয়ে অগ্নিশর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আলুর কেন এত দাম? মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়তে হয় প্রশাসনিক কর্তাদের। এ দিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, ৪৫ লক্ষ মেট্রিক টন আলু ঠান্ডা ঘরে রয়েছে। ৬০ লক্ষ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে ছিল। ৪৫ লক্ষ মেট্রিক টন কেন এখনও ধরে রেখে দিয়েছে? বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, ২৫ শতাংশ আলু রেখে দেবেন জানুয়ারি পর্যন্ত চালাবার জন্য। বাকিগুলো ছেড়ে দিন মার্কেটে।
তাদের দাম এত বাড়ছে কেন? কারা এত দাম নিচ্ছে? বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে না তো? বর্ডার চেকিং হবে। বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, পিঁয়াজ এখানে বিক্রি না করে মুনাফাখোররা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এটা কি আমার দেখার দায়িত্ব? নাকি এগ্রিকালচার মিনিস্ট্রারের দেখার দায়িত্ব। ৬ লক্ষ মেট্রিক টন করে বের করুন। নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।