ad
ad

Breaking News

Howrah

বাড়ি যখন জ্বলছে পাশের গাছে ঝুলছে গৃহকর্তার দেহ! আঁতকে উঠল সবাই

আগুন লাগার বিকট শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারা দেখেন, অরুণ রায়ের বাড়ি দাউ দাউ করে জ্বলছে।

house was burning, the body of the homeowner was found hanging from a nearby tree

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: দেবাশীষ গুছাইত, হাওড়া: বৃহস্পতিবার গভীর রাতে লিলুয়া থানার অন্তর্গত তাঁতিপাড়ায় এক বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার বিকট শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারা দেখেন, অরুণ রায়ের বাড়ি দাউ দাউ করে জ্বলছে। আগুন নেভাতে জলাশয় থেকে বালতি করে জল আনা শুরু করেন স্থানীয়রা। প্রথমে মনে করা হয়েছিল, অরুণবাবু ওই বাড়ির ভেতরেই রয়েছেন। কিন্তু কিছুক্ষণ পর পাশের জলাশয়ের ধারে একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাড়িটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে অরুণবাবুর স্ত্রী ও সন্তান ঠাকুরনগরে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন তিনি। প্রতিবেশীদের কথায়, প্রথমে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়, তারপরই দেখা যায় আগুনের লেলিহান শিখা। অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটে।

তবে প্রশ্ন উঠছে, অরুনবাবু আত্মহত্যা করেছেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? গৃহকর্তা নিজেই কি আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন, নাকি এর নেপথ্যে অন্য কোন কারণ আছে? সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জগদীশপুর ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যে অরুণ রায়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।