ad
ad

Breaking News

West Bengal Weather

West Bengal Weather: নভেম্বরের শুরুতেই কুয়াশার চাদর! রাজ্যে হালকা শীতের পরশে খুশি বাঙালি

হালকা মেঘলা আকাশ থাকতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই।

West Bengal Weather Update: Dense Fog and Light Winter

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বুধবার সকাল থেকেই জেলাগুলির পথে পথে কুয়াশার চাদর। হালকা ঠান্ডার হাওয়া মিলতেই শহরবাসীর মুখে শীতের স্বাদ। আবহাওয়া দফতরের খবর, পশ্চিমের জেলার তাপমাত্রা ইতিমধ্যেই নেমেছে ২০ ডিগ্রির নিচে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহেও তাপমাত্রার বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই। হালকা মেঘলা আকাশ থাকতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। উপকূলের জেলাগুলিতে যেমন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে (West Bengal Weather)।

আরও পড়ুনঃ ‘পান মশলা’ বিতর্কে বিপাকে সলমন খান, আদালতের নোটিস অভিনেতার নামে

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে, ফলে সকাল ও রাতে কুয়াশা আরও ঘন হতে পারে। এদিকে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ সরে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে দক্ষিণ বাংলাদেশের উপকূলে অবস্থান করতে পারে। সেই সঙ্গে বাংলাদেশের উপকূলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব অংশে এবং সংলগ্ন মায়ানমার উপকূলে সমুদ্র থাকবে উত্তাল (West Bengal Weather)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি করেছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আকাশ থাকবে পরিষ্কার। তবে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। সব মিলিয়ে, নভেম্বরের শুরুতেই হালকা শীতের পরশে জেগে উঠেছে রাজ্য। এখন অপেক্ষা সেই জাঁকিয়ে নামা শীত পড়ার (West Bengal Weather)।