ad
ad

Breaking News

Paschim Medinipur

কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস ও শুভ নববর্ষ

বর্ণাঢ্য এক শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলার নববর্ষ পালন ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হল কেশপুরে।

West Bengal Day and Happy New Year were celebrated at the initiative of Keshpur Block Trinamool Congress

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- বর্ণাঢ্য এক শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলার নববর্ষ পালন ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হল কেশপুরে। কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ নববর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এক শোভাযাত্রা সহকারে স্কুল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে কেশপুর বাজার পরিক্রমা করা হয়। 

এদিন মিষ্টি মুখের মধ্য দিয়ে নববর্ষ উদযাপনে মেতে উঠলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। প্রভাতফেরিতে পা মেলান কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা সহ কয়েকশ তৃণমূল কংগ্রেস কর্মীরা। পাশাপাশি এলাকার বিভিন্ন স্তরের শিল্পী, মহিলা ও ঢাকি সহ বিভিন্ন বাদ্য শিল্পীরা অংশ নিয়ে ছিলেন প্রভাত ফেরীতে।

নববর্ষ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা। পাশাপাশি সারা বছর সকলের সুস্থতাও কামনা করেন তিনি। সারা বছর কেশপুরে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে আগামী দিনে চলার পথই হল তৃণমূল কংগ্রেস।