চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তীব্র দাবদাহ। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতা-সহ একাধিক জেলায়। (WB WEATHER)তবে এই অসহ্য গরমের মাঝেই মিলতে পারে স্বস্তির ছোঁয়া। হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহের শেষে রাজ্যে প্রবেশ করতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
আরও পড়ুন: Astrology Prediction: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেমন কাটবে দিন? পড়ুন বুধের রাশিফল
আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দিনভর দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করেনি।(WB WEATHER) আবহাওয়াবিদদের অনুমান, পরিবেশ অনুকূল হলে আগামী ২-৩ দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রাম জেলায়। কোথাও কোথাও ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
Bangla Jago FB: https://www.facebook.com/Banglajagotvofficial
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। বুধবার থেকেই দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ১৪ জুন নাগাদ মৌসুমী বায়ু মধ্য ও পূর্ব ভারতের কিছু রাজ্যে প্রবেশ করতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে বেশি জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে।(WB WEATHER) তবে বর্ষা প্রবেশ করলেই কিছুটা স্বস্তি মিলবে বলেই আশাবাদী আবহাওয়াবিদরা।