চিত্র : নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: গত মাসে প্রকাশ করা হয় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। বেশ ভালোই ফল করেন রাজ্যের ছাত্রছাত্রীরা। এই ফলাফলে যেমন খুশি হন স্কুলগুলি থেকে শুরু করে অভিভাবকরা, তেমনি খুশি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (College Admission)। ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হওয়ায় তৃণমূল সুপ্রিমো সকলকে শুভেচ্ছা জানান। রাজ্যের সর্বোচ্চ নেত্রীর থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে খুশি হন তাঁরা।
তবে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত আইনি জটিলতা তৈরি হওয়ায় বড় সমস্যা দেখা দেয়। দীর্ঘ এক মাস কেটে গেছে, তবে এখনো পর্যন্ত শুরু হয়নি কলেজে ভর্তির প্রক্রিয়া, যা দেখে মাথায় হাত পড়ে ছাত্রছাত্রীদের থেকে শুরু করে তাদের অভিভাবকদেরও। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চিন্তায় পড়েন ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকায়। যদিও চলতি মাসে ওবিসি সংরক্ষণ বিল পাশ হয়েছে মন্ত্রিসভার বৈঠকে এবং তারপরই নাকি ভর্তি প্রক্রিয়া (College Admission) অনেকটা এগিয়েছে বলে খবর। অনলাইন পোর্টাল কবে চালু হবে, সেই প্রশ্ন ঘোরাফেরা করছিল চারিদিকে।
আরও পড়ুন: Mahishadal Heritage: মহিষাদল রাজবাড়ির অজানা ইতিহাস
এবার এই ব্যাপারে যাবতীয় সব তথ্য জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। তাঁর প্রশ্ন, “উচ্চমাধ্যমিকে যেই ছাত্রছাত্রীরা পাশ করেছে, কবে শুরু হবে তাদের কলেজে ভর্তির প্রক্রিয়া? এখানেই শেষ নয়, তিনি সরকারের বিরুদ্ধে দেরি এবং পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার অভিযোগ পর্যন্ত তোলেন।
Bangla Jago FB Page: https://www.facebook.com/share/193NB43TzC/
এই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের তরফ থেকে কোন দেরি হয়নি। গত বছর ১৯শে জুন অনলাইন পোর্টাল চালু হয়েছিল। আজ ১০ তারিখ। অনলাইন ভর্তি চালু হবে ইউজিসির গাইডলাইন মেনে। শিক্ষাবর্ষ এখনো শুরু হয়নি। আশা করছি অনলাইন পোর্টাল চালু করা যাবে চলতি মাসের ১৯ তারিখেই (College Admission)।” এক্ষেত্রে দেখার বিষয় যে কত তাড়াতাড়ি পোর্টাল ও কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। আর কতদিন অপেক্ষা করতে হবে সেটাই দেখার।