চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: বিষ্ণুপুরে আতঙ্কের আরেক নাম বিষ্ণুপুর পৌরসভার কুমারী টকি ও পৌরসভা সংলগ্ন দুটি ভগ্নপ্রায় জলের ট্যাঙ্ক। এবার সেই আতঙ্ক থেকে মুক্তি পেতে চলেছে এলাকার মানুষ। ইতিমধ্যেই ভগ্নপ্রায় ট্যাঙ্ক দুটি ভেঙ্গে ফেলার কাজ শুরু করেছে পৌর ও নগর উন্নয়ন দফতর।
বিষ্ণুপুরে ভেঙে ফেলা হচ্ছে বিপজ্জনক জলের ট্যাঙ্ক, দেখুন ভিডিয়ো pic.twitter.com/G05Ju3jArw
— Bangla Jago Tv (@BanglaJagotv) March 19, 2025
বিষ্ণুপুর পৌরসভার কুমারী টকি ও পৌরসভা সংলগ্ন দুটি জলের ট্যাঙ্ক রয়েছে। জলের ট্যাঙ্ক দুটির বয়স প্রায় ৪০ বছর। সম্প্রতি সময়ে খড়গপুর আইআইটি কে দিয়ে ট্যাঙ্ক দুটির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষায় ডাহা ফেল করে এই ট্যাঙ্ক দুটি। তারা জানায় ট্যাঙ্ক দুটি স্বাস্থ্য ভালো নেই এগুলি ভেঙে ফেলতে হবে। নির্দেশ আসার পরেও ট্যাঙ্ক দুটি না ভেঙ্গে তাতে জল ভরে জল সাপ্লাই চলছিল।
জলের ট্যাঙ্ক দুটি বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে রয়েছে , এমনই অভিযোগ করেছিলো এলাকার মানুষ। এরপর তড়িঘড়ি সিদ্ধান্ত হয় জলের ট্যাঙ্ক দুটি ভেঙ্গে ফেলার। অবশেষে কলকাতা পুরো ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সংস্থার হাতে তুলে দেওয়া হয় এই ট্যাঙ্ক দুটি ভাঙ্গার দায়িত্ব।
কুমারী টকি সংলগ্ন ভগ্ন প্রায় জলের ট্যাঙ্ক টি ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু করেছে সংস্থা। পরে পৌরসভা সংলগ্ন জলের ট্যাঙ্কটিও ভাঙ্গা হবে। যেহেতু জলের ট্যাঙ্কের নিচে রয়েছে বসতি এবং রয়েছে উন্নত প্রযুক্তির পাম্প হাউস তাই কোনরকম মেশিন ছাড়াই ম্যানুয়ালি এই ট্যাঙ্ক ভাঙার কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে আগামী তিন মাসের মধ্যে এই ট্যাঙ্ক দুটি ভাঙার কাজ সম্পূর্ণ হবে।
এতে করে খুশি এলাকার মানুষজন তারা জানাচ্ছেন, আর তাদের আতঙ্কে দিন কাটাতে হবে না। তবে ট্যাঙ্ক দুটি বন্ধ হয়ে গেলেও বিকল্প জলের ব্যবস্থা করে রেখেছে পুরসভা, যে কারণে শহরে জল সাপ্লাইয়ের কোন ঘাটতি এখনো দেখা যায়নি। বরং আগে এক বেলা করে যেখানে জল পেত এলাকাবাসী, এখন সেখানে দুবেলা করে জল পাচ্ছে তারা।