চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাদের ঐতিহাসিক শান্তিনিকেতন ক্যাম্পাসে সৌন্দর্যায়নের উদ্যোগ নিয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রবীরকুমার ঘোষের নেতৃত্বে শুরু হয়েছে একাধিক প্রকল্প। এর মধ্যে অন্যতম হলো শান্তিনিকেতন রোড থেকে ক্যাম্পাসে প্রবেশপথের কাছে অবস্থিত একটি শতাব্দী প্রাচীন পরিত্যক্ত ভবন ভেঙে ফেলা। একসময়ে এটি সাব-রেজিস্ট্রি অফিস হিসেবে ব্যবহৃত হতো, তবে বর্তমানে সেটি নোংরা ও আগাছায় ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের সঙ্গে বেমানান হয়ে দাঁড়িয়েছে।
ভবনটি ভেঙে সেখানে গড়ে তোলা হবে সুসজ্জিত বাগান। থাকবে বয়স্কদের বসার জায়গা, বাতিস্তম্ভ এবং শিশুদের খেলার জায়গা। পাশাপাশি, ওই ভবনের পাশেই অবস্থিত পরিত্যক্ত জলাশয়টিকেও সংস্কার করে সৌন্দর্যায়নের আওতায় আনা হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানিয়েছেন, প্রাথমিকভাবে স্থানদুটি পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের বাগান বিভাগ পুরো সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন করবে। এই উদ্যোগ বিশ্বভারতীর নান্দনিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদী সবাই।