ad
ad

Breaking News

Vidyasagar Setu

Vidyasagar Setu: ভোরবেলায় তিনদিন বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রুটে বাড়বে চাপ

আগামী শুক্রবার থেকে তিনদিনের জন্য ভোর সাড়ে ৪টে থেকে, সকাল সাড়ে ৭টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (সেকেন্ড হুগলি ব্রিজ)। সেকেন্ড হুগলি ব্রিজ বন্ধ থাকার দরুণ ওই তিনদিন চাপ থাকবে নিবেদিতা সেতু এবং হাওড়া ব্রিজের উপর।

Vidyasagar Setu to Remain Fully Closed for Three Days

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: আগামী শুক্রবার (১৪ জুন) থেকে টানা তিনদিন ভোর সাড়ে ৪টে থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু(Vidyasagar Setu), অর্থাৎ সেকেন্ড হুগলি ব্রিজ।(Vidyasagar Setu) ট্রাফিক নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন কলকাতা ও হাওড়া ট্রাফিক পুলিশের আধিকারিকরা।

আরও পড়ুন: Maheshtala Clash:বচসা থেকে ধুন্ধুমার! পুলিশের ওপর হামলা, জ্বলল রবীন্দ্রনগর থানা চত্বর

এই সময়সীমায় সেতু দিয়ে কোনও যানবাহন চলাচল করতে পারবে না। ফলে ওই তিনদিন সকালে যানবাহনের চাপ পড়বে হাওড়া ব্রিজ এবং নিবেদিতা সেতুর উপর। তবে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

Bangla Jago fb: https://www.facebook.com/Banglajagotvofficial/