ad
ad

Breaking News

RG Kar Case

বড় খবর! আর জি করকাণ্ডে রায় ঘোষণা ১৮ জানুয়ারি

১৮ জানুয়ারি শিয়ালদহ আদালত কী সাজা দেয় সঞ্জয়কে, সেদিকেই তাকিয়ে সকলে।

verdict in RG Kar case on January 18

ছবিঃ সংগৃহীত

Bangla Jago Desk: আর জি করকাণ্ডে রায় ঘোষণা ১৮ জানুয়ারি।  ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়, দাবি সিবিআই-এর।  

৯ অগাস্ট এই নারকীয় ঘটনার পর তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এর প্রতিবাদে পথে নেমেছিল চিকিৎসক মহল সহ সামগ্রিক নাগরিক সমাজ। প্রশ্ন উঠেছিল, কীভাবে এত বড় সরকারি হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের সঙ্গে এমন নারকীয় ঘটনা ঘটল? 

প্রথমে এই ঘটনার তদন্ত কলকাতা পুলিশ করলেও কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই-এর হাতে। আর জি করে দুর্নীতির পাশাপাশি ডাক্তার খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। তবে, ৯০ দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে ব্যর্থ হয় সিবিআই। ফলে, জামিন পেয়ে যান সন্দীপ-অভিজিৎ। এরপর নতুনভাবে মেয়ের খুনের তদন্তের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতার মা-বাবা। এই পরিস্থিতিতে সিবিআই-এর দাবি, এই ঘটনায় এক ও একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ই। এবার যে খবর, আগামী ১৮ জানুয়ারি দুপুর ২.৩০ মিনিটে রায় দেবে শিয়ালদহ আদালত। সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১৮ জানুয়ারি শিয়ালদহ আদালত কী সাজা দেয় সঞ্জয়কে, সেদিকেই তাকিয়ে সকলে।