চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: গত কয়েক দিন ধরে মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি, শমসেরগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে, ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিন জনের, অনেকেই আহত ও ঘরছাড়া। এই অশান্তির নেপথ্যে বৃহত্তর চক্রান্ত রয়েছে বলে অভিযোগ তুলে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন আক্রান্তদের পরিবার।
আবেদনকারীদের অভিযোগ, তাঁদের বাড়িতে বোমা মারা হয়েছে, হামলা চালানো হয়েছে। কিন্তু পুলিশ কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি পুলিশ সুপারকে ইমেল করে অভিযোগ জানিয়েও সাড়া পাওয়া যায়নি বলে দাবি তাঁদের। এই অবস্থায় তাঁরা প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের এজলাসে বিষয়টি তোলেন। প্রধান বিচারপতি মামলার অনুমতি দিয়েছেন, এবং বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ধুলিয়ানে যেতে না পেরে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, অন্য দলের নেতারা ধুলিয়ানে গেলেও তাঁকে পুলিশের অনুমতি দেওয়া হয়নি।
এছাড়াও, বিশ্ব হিন্দু পরিষদও মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে। একাধিক দিক থেকে হাইকোর্টে মামলা উঠতে চলায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের ওপর চাপ বাড়ছে বলে মনে করা হচ্ছে।