ad
ad

Breaking News

Murshidabad

বোমা বিস্ফোরণে জখম দুই নাবালক, চাঞ্চল্য এলাকায়

মাঠে খেলতে গিয়ে বিস্ফোরণের শিকার হল দুই নাবালক।

Two minors injured in bomb blast in sensitive area

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার সাহেব নগর তাল মাঠে ভয়াবহ এক ঘটনা ঘটল। মাঠে খেলতে গিয়ে বিস্ফোরণের শিকার হল দুই নাবালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই নাবালক মেজা শেখ ও আজিজ শেখ তাল মাঠে খেলছিল। সেখানেই তারা দেখতে পায় একটি জার, যা তারা খেলনা বল ভেবে হাতে নেয়। এরপরই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। জারে থাকা বোমা বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের ফলে গুরুতর আহত হয় দুই জন। সঙ্গে সঙ্গে তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ জনবহুল এলাকায় কীভাবে বিপজ্জনক বিস্ফোরক রাখা ছিল, তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।

পুলিশ জানিয়েছে, কে বা কারা এই বোমাগুলি ওই মাঠে রেখেছিল এবং কেনই বা রেখেছিল, তা জানার চেষ্টা চলছে। সামসেরগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এই ঘটনার মাধ্যমে আবারও প্রকাশ পেল অবৈধ বোমা মজুত রাখার মারাত্মক বিপদ, যার শিকার এবার নিরীহ দুই শিশু। প্রশাসনের তরফে দোষীদের দ্রুত চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।