চিত্র : প্রতীকী
Bangla Jago Desk: মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জাফরাবাদে ঘটে যাওয়া নৃশংস জোড়া খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাস—এই দুই ব্যক্তি সম্পর্কে বাবা ও ছেলে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার এক সাংবাদিক বৈঠকে জানান, গ্রেফতার হওয়া দুই ব্যক্তি হলেন কালু নাদাব ও দিলদার নাদাব। তারা দু’জনেই ভাই। কালু-কে বীরভূম জেলার মুরারই এলাকা থেকে ও দিলদার-কে সুতি থানার অন্তর্গত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
[আরও পড়ুন: ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে পেরে আমি ধন্য: আশালতাদেবী]
দুজনেই খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল বলে পুলিশের দাবি। তাদের বাড়ি ঝিকরি এলাকায়, যা জাফরাবাদ সংলগ্ন। এই ঘটনার পরই গ্রামে এবং সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে নজরদারি শুরু হয়েছে। ইতিমধ্যেই ১০৯৩টি ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই ঘটনার তদন্ত করছে সিআইডি ও সাইবার ক্রাইম পুলিশ যৌথভাবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অশান্তি রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।