Bangla Jago Desk: আড়িয়াদহ-কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। আড়িয়াদহে মা-ছেলেকে বেধড়ক পেটানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে জয়ন্ত সিংকে। আর সেই জয়ন্ত সিং-এর সঙ্গে তৃণমূল যোগ রয়েছে বলে, বিরোধীদের তোপের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই আবহেই এবার প্রাণহানির আশঙ্কা প্রকাশ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। কিন্তু কেন ? এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মদন মিত্র।
সম্প্রতি, বিজেপির তরফে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। বিজেপির অভিযোগ, নতুন ভিডিওটিতে দেখা যাচ্ছে, গ্রেফতার হওয়া জয়ন্ত সিং তার দলবদল নিয়ে ক্লাবের মধ্যে এক মহিলাকে মারধর করেছিলেন। সেই বিষয় নিয়েই মদন মিত্রকে প্রশ্ন করা হলে, বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি। তিনি বলেন- ” আমার তো এখন ভয় হচ্ছে, আমাকে না গুলি করে দেয় কেউ। চারিদিকে যা ঘটছে দেখছি। আমার তো গুলি করার ট্রেনিং নেওয়া নেই, এরা কেউ আমার শিষ্যও নয়। ” মদন মিত্রের এই বক্তব্য নতুন করে একাধিক প্রশ্নের সঞ্চার ঘটিয়েছে রাজনৈতিক মহলে। যদিও, বিরোধীদের দাবি, সমস্ত বিষয় থেকে নজর ঘোরাতেই এরূপ মন্তব্য করেছেন মদন মিত্র।
প্রসঙ্গত, গ্রেফতার হওয়া জয়ন্ত সিং-এর সঙ্গে কামারহাটির তৃণমূল বিধায়কের একটি ছবি সামনে আসার পর থেকেই, রাজনৈতিক মহলে নানারকমের গুঞ্জন শোনা যাচ্ছিল। বিরোধীদের দাবি, জয়ন্ত সিং-এর মতোন মানুষজন মদন মিত্রের ছত্রছায়াতেই বেড়ে উঠেছে। আর তাই হাজার গুণ্ডামি করলেও, কোনদিনও সাজা পায়নি। যদিও, তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের বক্তব্য, দোষ করলে প্রশাসন আছে। যার সাজা প্রাপ্য, আইনত সে সাজা পাবে। এই ঘটনার সঙ্গে অযথা তৃণমূলের নামে কুৎসা রটিয়ে লাভ নেই।