ad
ad

Breaking News

Train cancel

Train cancel: বনগাঁ শাখায় ট্রেন চলাচল বন্ধ, বিপর্যস্ত রেল যাত্রীরা

অফিস টাইমে বন্ধ শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল। সকাল সাড়ে সাতটার পর আর কোন ট্রেন শিয়ালদহমুখো হয়নি। সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা

Train cancel in Bangaon branch, distressed railway passengers

ছবিঃ সংগৃহীত

Bangla Jago Desk: অফিস টাইমে বন্ধ শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল। সকাল সাড়ে সাতটার পর আর কোন ট্রেন শিয়ালদহমুখো হয়নি। সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। হাজার হাজার মানুষ বনগাঁ সহ এই শাখার বিভিন্ন রেল স্টেশনে এসে দুর্ভোগের শিকার হন। প্রতিদিন সকালে বনগাঁ শাখা দিয়ে হাজার হাজার মানুষ শিয়ালদহের দিকে আসেন। অফিস টাইমে ট্রেন চলাচল হঠাৎ বন্ধ। এই নিয়ে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে।

[ আরও পড়ুন: ইন্ডিয়ান বুক অফ রেকর্ডএ নাম তুলল সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যুবক, খুশির হাওয়া এলাকায়

পূর্বরেল সূত্রে জানা গিয়েছে সিগন্যালিং সমস্যার কারনে এই পরিস্থিতি। সকাল থেকে বনগাঁ শাখায় সিগন্যালিং সমস্যা শুরু হয়। এর ফলে বনগাঁ থেকে সাড়ে সাতটার পর আর কোন ট্রেন ছাড়তে পারেনি। এর প্রভাবে বনগাঁ, হাবরা, ঠাকুরনগর, গোবরডাঙ্গা, অশোকনগর, বারাসাত সহ একাধিক রেল স্টেশনে থিক থিক করছে ভিড়। আদৌ কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু জানাইনি রেল।

[ আরও পড়ুন: Ransomware attack, প্রায়৩০০ টি ভারতীয় ছোট ব্যাঙ্কের পেমেন্ট সিস্টেমকে আঘাত করেছে

সিগন্যালিংয়ের কাজ চলছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। তবে কখন এই কাজ শেষ হবে তা নিয়ে নিশ্চিত করে জানাতে পারেনি কেউ। রেল যাত্রীদের অভিযোগ রোজ কিছু না কিছু কারণে ট্রেন বিভ্রাট অব্যাহত। রোজ প্রায় ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। প্রতিদিনকার গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে।