ad
ad

Breaking News

Farakka

ফারাক্কায় স্টপেজের দাবিতে ট্রেন অবরোধ, যাত্রী ভোগান্তি চরমে

ফারাক্কার সাঁকোপাড়া হল্ট স্টেশনে ট্রেন অবরোধ এলাকাবাসির। কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সহ নানাবিধ দাবিতে শুক্রবার সকালে প্রায় ঘন্টাখানেক ধরে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Train blockade in Farakka demanding stoppage, passenger suffering at its peak

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ফারাক্কার সাঁকোপাড়া হল্ট স্টেশনে ট্রেন অবরোধ এলাকাবাসির। কাটিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ সহ নানাবিধ দাবিতে শুক্রবার সকালে প্রায় ঘন্টাখানেক ধরে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। মালদাগামী মালবাহী ট্রেন এবং জঙ্গিপুর গামী একটি প্যাসেঞ্জার ট্রেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকে।

ফারাক্কা রেলওয়ে প্যাসেঞ্জার ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে এই রেল অবরোধ কর্মসূচিতে প্রচুর মানুষের সমাগম হয়। ট্রেন অবরুদ্ধ করে দেওয়ার পাশাপশি দফায় দফায় স্লোগান চলে। রেল অবরোধ রুখতে প্রচুর রেল পুলিশ এবং নিরাপত্তা প্রদান করা হয়।

ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান মালদা ডিভিশনের এডিআরএম শিবকুমার প্রসাদ। গ্রামবাসীদের এই দীর্ঘক্ষন ট্রেন অবরোধের পর অবশেষে এক মাসের মধ্যে কাঠিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের আশ্বাস দেওয়া হয়েছে। তারপরেই গ্রামবাসিরা ট্রেন অবরোধ তুলে নেয়। যদিও এক মাসের মধ্যেই দাবি পূরণ না হলে ফের বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন এলাকাবাসি। ট্রেন অবরোধ ঘিরে রীতিমত সোরগোল সৃষ্টি হয় এলাকায়, এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে।