ad
ad

Breaking News

১০০হাতের দুর্গা

সুন্দরবনের রায়মঙ্গলের পাড়ে ১০০হাতের দুর্গা পুজো দেখতে ভিড় জমাচ্ছেন দেশ-বিদেশের পর্যটকরা

Bengla Jago Desk: দুর্গার ১০টি হাতের জন্যই তাকে দশভূজা বলা হয়।কিন্তু সুন্দরবনের রায়মঙ্গলের পাড়ে কাঠালবেড়িয়ার দুর্গার রয়েছে ১০০টি হাত।তবে শতভূজা দুর্গার ১০টি হাতে অস্ত্র থাকলেও বাকি ৯০টি হাতে রয়েছে পদ্ম।শতভূজার হাতে শতদলের এই মহিমা একবার নিজের চোখে দেখার জন্য সাধারণ মানুষের আলাদা আবেগ লক্ষ্য করা যাচ্ছে।সুন্দরী-গেওয়া-গরানের দেশের এই ধর্মীয় আবহ চাক্ষুষ করার জন্য দর্শনার্থীদের সমাগমও […]

Bengla Jago Desk: দুর্গার ১০টি হাতের জন্যই তাকে দশভূজা বলা হয়।কিন্তু সুন্দরবনের রায়মঙ্গলের পাড়ে কাঠালবেড়িয়ার দুর্গার রয়েছে ১০০টি হাত।তবে শতভূজা দুর্গার ১০টি হাতে অস্ত্র থাকলেও বাকি ৯০টি হাতে রয়েছে পদ্ম।শতভূজার হাতে শতদলের এই মহিমা একবার নিজের চোখে দেখার জন্য সাধারণ মানুষের আলাদা আবেগ লক্ষ্য করা যাচ্ছে।সুন্দরী-গেওয়া-গরানের দেশের এই ধর্মীয় আবহ চাক্ষুষ করার জন্য দর্শনার্থীদের সমাগমও বেশ নজরকাড়া।

এপার বাংলার মতো ওপার বংলার  মানুষও অসম্ভব সুন্দীর  দ্বীপের এই ঠাকুর দেখছে ভিড় জমাচ্ছেন।  কেন এই ভিন্নরূপী দুর্গার আবাহন ? কেন দশভূজার বদলে শতভূজার আবাহন ? ধর্মীয় আরাধনার এই রীতির কথা আমরা জানতে চেয়েছিলাম  সুন্দরবনের পুজো উদ্যোক্তাদের কাছে।দুই বাংলার কাঁটাতারের বেড়া থাকলেও মনের দিক থেকে বাঙালি এখন এক।

সংস্কৃতির চর্চা থেকে ধর্মচর্চা সবেতেই ওপার বাংলার মানুষ এপারের সঙ্গে একাত্ম হয়ে যায়।ভৌগলিক সীমানাকে পাশে সরিয়ে রেখে একযোগে উত্সবেও মেতে উঠতে দেখা যায়।আর সুন্দরবনের রায়মঙ্গলের কাঠালবেড়িয়ার পুজোকে ঘিরে দুই বাংলার মানুষের  মিলন উত্সবের অখণ্ড ছবি দেখা যায়।  সুন্দরবনবাসী  পুজোপাঠের মাঝে বাঙালির আবেগের বন্যা দেখে বলছেন,সংস্কৃতির সাগরপারে এই দেওয়া-নেওয়ার আলাদা গুরুত্ব রয়েছে।

Free Access