চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: উৎসবের মরশুমে বড় সাফল্য পুলিশের। প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে তিন বছরের নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল দুষ্কৃতিরা। পুলিশের ধাওয়াতে ব্যর্থ হয় তাঁদের চেষ্টা। পুলিশের হাত থেকে বাঁচতে মোটরবাইক থেকে ফেলে দেওয়া হয় ওই নাবালিকাকে (Child Rescue)।
আরও পড়ুনঃ Javed Habib: কেশসজ্জাশিল্পী জাভেদ হাবিবের বিরুদ্ধে লুকআউট নোটিস, কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ
জানা যায়, বুধবার দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার কোতল গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, পার্শ্ববর্তী গ্রাম থেকে তিন বছরের ওই নাবালিকা দাদুর বাড়িতে আসে। ভাই বোনেদের সঙ্গে রাস্তায় বেরিয়ে ছিল আইসক্রিম নেওয়ার জন্য। সেই সময় হঠাৎ মোটর বাইকে করে দুই যুবক এসে ওই নাবালিকাকে নিয়ে চম্পট দেয়। এলাকার মানুষ পিছু ধাওয়া করে। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে। পুলিশ হরিশ্চন্দ্রপুর থেকে বেরোনোর সব গুলো পথ ঘিরে নেয়। পার্শ্ববর্তী চাঁচল থানার পুলিশকেও খবর দেওয়া হয়। বিহারের বিভিন্ন নাকা চেকপোস্ট পুলিশ ঘিরে ফেলে। তারপরেই জালে আসে অপহরণকারীরা। পুলিশকে দেখে মোটরবাইক থেকে ওই নাবালিকাকে ফেলে দেয় তারা। তারপর পালানোর চেষ্টা করে। একজন পালিয়ে গেলেও আরেকজনকে ধরে ফেলে পুলিশ। (Child Rescue)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
হরিশ্চন্দ্রপুর থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে মেলে এই সাফল্য। ধৃতের নাম ছোটন নাগ। বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। এর আগেও বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল ওই যুবক। অন্যদিকে মোটরবাইক থেকে ফেলে দেওয়ার ফলে মাথায় চোট পায় ওই নাবালিকা। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। আইসি মনোজিৎ সরকার, এসডিপিও সোমনাথ সাহা দাঁড়িয়ে থেকে নাবালিকার চিকিৎসা করান। পরিবারের লোকেরাও সেখানে পৌঁছায়। (Child Rescue)
জানা যায়, এখন সুস্থ আছে ওই নাবালিকা। মেয়েকে ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে পরিবারের লোকেরা। এর আগেও ঠিক একই কায়দায় এক ব্যবসায়ীর সন্তানকে অপহরণ করা হয়ে ছিল। সেক্ষেত্রেও কয়েক ঘণ্টার মধ্যে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পার্শ্ববর্তী জেলা থেকে উদ্ধার করে ছিল। তবে এবার এলাকা থেকে বেরোনোর আগেই ছক ভেস্তে দিলো পুলিশ। আরেক অপহরণকারীর খোঁজে চলছে তল্লাশি। অপহরণের কারণ নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। পুলিশের এই কাজে খুশি স্থানীয়রা। (Child Rescue)