নিজস্ব চিত্র
Bangla Jago Desk: পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে তিন পুলিশ কর্মীকে বেধড়ক মারধরের ঘটনায় সাত হামলাকারীকে গ্রেফতার করল পুলিশ। সোনামুখী থানার উত্তরবেশিয়া গ্রামে দীর্ঘদিন ধরে একটি পুলিশ ক্যাম্প রয়েছে। সেই পুলিশ ক্যম্পে গতকাল রাতে পার্শ্ববর্তী কাপালিমানা গ্রামের জনা ৫০ -৬০ জন গ্রামবাসী আচমকা হামলা চালায়।
গতকাল রাতে বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত উত্তরবেশিয়া পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে উপস্থিত তিন পুলিশকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় কাপালিমানা গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনায় ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে সোনামুখী থানার পুলিশ। এদিকে হামলাকারীদের মারে গুরুতর জখম তিন পুলিশ কর্মী এখনো চিকিৎসাধীন রয়েছেন সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ওই পুলিশ ক্যাম্পে গ্রামবাসীরা কেন হামলা চালালো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ ভেষজ আবিরে বসন্ত উৎসবে মাতল স্কুলের ছাত্রীরা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার সোনামুখী থানার উত্তরবেশিয়া গ্রামে দীর্ঘদিন ধরে একটি পুলিশ ক্যাম্প রয়েছে। সেই পুলিশ ক্যম্পে গতকাল রাতে পার্শ্ববর্তী কাপালিমানা গ্রামের জনা ৫০ -৬০ জন গ্রামবাসী আচমকা হামলা চালায়। সেই সময় ক্যাম্পে ছিলেন পুলিশ কর্মী বিমান সরকার, রঞ্জিত চৌধুরী ও জয়ন্ত কুমার খাঁ। হামলাকারী গ্রামবাসীরা ৩ পুলিশকর্মীকেই বেধড়ক মারধর করে। ঘটনায় ৩ পুলিশকর্মী গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁদের সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে গতকাল রাতেই আহত পুলিশ কর্মী বিমান সরকার সোনামুখী থানায় ১৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সাত জনকে গ্রেফতার করে। আজ ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক সাত জনকেই ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।