ad
ad

Breaking News

Drug case

Nadia: মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি, প্রতারকের খপ্পরে পড়লেন চিকিৎসক

সিবিআই পরিচয় দিয়ে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রতারণা।

Threat of hanging in drug case

ছবিঃ নিজস্ব

Bangla Jago desk, মাধব দেবনাথ,নদিয়া: সিবিআই পরিচয় দিয়ে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রতারণা। সম্মানের কথা ভেবে ঘাবড়ে গিয়ে প্রতারকের পাল্লায় পড়েন নবদ্বীপ সরকারি হাসপাতালের চিকিৎসক গোবিন্দ গোপাল বিশ্বাস। ভয় দেখিয়ে ওই চিকিৎসকের কাছ থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। ভুল করে ফেলেছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হয়েছে ওই চিকিৎসক।

নারকোটিক্স বিভাগ প্রচুর পরিমাণে বেআইনি মাদক বাজেয়াপ্ত করেছে মালয়েশিয়ায়। আর তাতে জড়িয়েছে সরকারি হাসপাতালের চিকিৎসকের নাম। সেই চিকিৎসককে সিবিআই পরিচয় দিয়ে ভিডিয়ো কল করে তাঁর অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারক। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ মহেশগঞ্জ গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক গোবিন্দ গোপাল বিশ্বাসের সঙ্গে। ঘটনার পর প্রায় প্রতিদিন ফোন আসছে আরও টাকা দেওয়ার জন্য। বলা হচ্ছে, আর সেই টাকা দিলেই সিবিআই-এর হাত থেকে নারকোটিক্স বিভাগের বাজেয়াপ্ত করা মামলা থেকে সুরাহা মিলবে। ঘটনার পর প্রতারিত চিকিৎসক গোবিন্দ গোপাল বিশ্বাস কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানা ও নবদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রতারিত চিকিৎসক গোবিন্দ গোপাল বিশ্বাস জানান, ফোনে বলা হয় নারকোটিক্স বিভাগ প্রচুর পরিমাণ নেশা জাতীয় দ্রব্য বাজেয়াপ্ত করেছে। তাতে যোগসাজস রয়েছে তাঁর। এই কথা শোনার পর ওই চিকিৎসক হতভম্ব হয়ে পড়েন। তাঁকে বলা হয়, টাকা দিলে অভিযোগ থেকে সুরাহা মিলবে। না হলে তাঁকে গ্রেফতার করা হবে। দিল্লিতে গিয়ে সিবিআই দফতরে দেখা করার পাশাপাশি আরও নানান চাপ সৃষ্টি করা হয়। আর চাপে পড়ে প্রথমে ১ লক্ষ পরে আরও ৫০ হাজার টাকা ট্রান্সফার করেন তিনি। এরপর আরও টাকা দাবি করা হলে তিনি ভুল পিন নম্বর দেন। তখন পেটিএম ব্লক হয়ে যায়। শুধুমাত্র সম্মানের কথা ভেবেই ঘাবড়ে গিয়ে তিনি মস্ত ভুল করেছেন বলে জানিয়েছেন। এরপর তিনি সঙ্গে সঙ্গে ছুটে যান কৃষ্ণনগর সাইবার ক্রাইমে। নবদ্বীপ থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ এবং কৃষ্ণনগর পুলিশ জেলার সাইবার ক্রাইম শাখা। এর পেছনে কোন চক্র কাজ করছে তা জানার চেষ্টা করছে পুলিশ। এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের নজরে আনার কথাও বলা হয়েছে, যাতে প্রতারকদের ধরতে সুবিধা হয়।