নিজস্ব চিত্র
Bangla Jago Desk: শিলিগুড়ির হাকিমপাড়া জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বুধবার সকালে স্কুল খোলার সময় এক কর্মী লক্ষ্য করেন, স্কুলের বিভিন্ন তার, কেসিং পাইপ খুলে পড়ে রয়েছে। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্লাসঘরের বিভিন্ন প্রান্তে। বিষয়টি সন্দেহজনক মনে হতেই সঙ্গে সঙ্গে খবর দেন স্কুলের প্রধান শিক্ষিকা কৃষ্ণা দাসকে।
প্রধান শিক্ষিকা দ্রুত স্কুলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং চুরির আশঙ্কা করে খবর দেন শিলিগুড়ি মেট্রোপলিটন থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করে।
পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, চোরেরা রাতের অন্ধকারে স্কুলে প্রবেশ করেছিল বলে অনুমান করা হচ্ছে। ঠিক কী কী জিনিস চুরি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধান শিক্ষিকা জানান, স্কুলের অনেক গুরুত্বপূর্ণ সামগ্রী যত্রতত্র অবস্থায় পড়ে ছিল। সেই সঙ্গে তিনি দোষীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবিও জানান।
পুলিশ ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে এবং স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করছে।এই ঘটনার পর এলাকার অভিভাবক এবং শিক্ষাকুলের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।