Bengal Jago Desk: কয়েকদিনের পুজোর ছুটিতে বাড়িতে এসেছেন। কিন্তু, বাড়িতে এলে কী হবে? কাজ বন্ধ নেই। কর্মস্থল থেকে নিজের বাড়িতে এসে দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন সেনা চিকিৎসক। পুজোর মধ্যে শিবির করে দিলেন চিকিৎসা পরিষেবা। তমলুকের নীলকুণ্ঠা গ্রামের যুবক সেনা চিকিৎসক শুভাশিস জানার এমন সামাজিক কাজে খুশি এলাকার মানুষ। সেনা চিকিৎসক শুভাশিস জানা বর্তমানে লক্ষ্নৌতে কর্মরত।
বছরে দু’বার বাড়িতে আসেন। গ্রামে এলে দেখেন বহু দরিদ্র মানুষ ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। তাদের পাশে দাঁড়তে এগিয়ে এলেন শুভাশিস। নিজের গ্রামের পুজোর উদ্বোধনে শুভাশিস কলকাতার পরিচিত আরও কয়েকজন চিকিৎসককে নিয়ে এসে এলাকার মানুষের পরিষেবা দেন। প্রায় ১৫০ জন বিনামূল্যে পান সেই পরিষেবা। এই প্রসঙ্গে শুভাশিসবাবু জানিয়েছেন, গ্রামের প্রান্তিক লোকজনকে যাতে অল্প খরচে পরিষেবা দেওয়া যায় সেই লক্ষ্যেই তাঁর এই প্রয়াস।
ছুটিতে বাড়ি ফিরলে তিনি নিজের সাধ্যমতো পরিষেবা প্রদান করেন।গ্রামের ছেলে সেনা চিকিৎসক। যার জন্য খুশি গ্রামেরভ মানুষ। গ্রামের সেই ছেলে গরিবদের জন্য যে ভাবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেন তাতে বাড়তি খুশি হয় গ্রামের মানুষ। সেনা চিকিৎসক শুভাশিস জানা এমন সামাজিক কাজে গর্বিত গ্রামের মানুষ।
Free Access