ad
ad

Breaking News

Milk Price

দাম বাড়ল বাংলা ডেয়ারি মিল্কের, জানুন লিটার প্রতি কত বাড়ল দুধের দাম

প্যাকেটজাত দুধের বাজারে বাংলা ডেয়ারির খ্যাতি শীর্ষে।এর আগে মাদার ডেয়ারি দুধের দাম বাড়িয়েছিল সংশ্লিষ্ট সংস্থা।

The price of Bengali dairy milk has increased

Bangla Jago Desk: প্যাকেটজাত দুধের বাজারে বাংলা ডেয়ারির খ্যাতি শীর্ষে।এর আগে মাদার ডেয়ারি দুধের দাম বাড়িয়েছিল সংশ্লিষ্ট সংস্থা। সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাংলা ডেয়ারির দুধের দাম বাড়ায়নি রাজ্য সরকার। তবে যেভাবে কাঁচামালের দাম বেড়েছে একপ্রকার বাধ্য হয়েই সামান্য দাম বাড়াতে বাধ্য হল বাংলা ডেয়ারি কর্তৃপক্ষ। প্রতি লিটারে এক টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে। কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে এই দাম বৃদ্ধি বলে জানিয়েছে বাংলা ডেয়ারি কর্তৃপক্ষ। তবে আমূল বা মাদার ডেয়ারি দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়িয়েছিল, কিন্তু এদের মতো একই পথে না গিয়ে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাংলা ডেয়ারি লিটার প্রতি মাত্র ১ টাকা দাম বাড়াল।

 

সাধারণ মানুষের ক্ষমতার কথা মাথায় রেখে এই সামান্য মূল্য বৃদ্ধি বলে দাবি করা হয়েছে বাংলা ডেয়ারি কর্তৃপক্ষের তরফ থেকে। কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির কারণে জিনিসপত্রের অগ্নিমূল্য বলে অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রায় একমাস ধরে বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বেড়েছে।প্রসঙ্গত, এর আগে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিল আমুল, পাশাপাশি দাম বেড়েছিল মাদার ডেয়ারি দুধেরও। আর এবার সেই একই পথে হেঁটে রাজ্যে দাম বাড়লো বাংলা ডেয়ারি দুধের।

 শাকসবজি আনাজ পাতির দাম আগুন ছোঁয়া। এইরকম প্রেক্ষাপটে মাদার ডেয়ারির দাম বৃদ্ধি করেছিল কর্তৃপক্ষ। এবার সামান্য দাম বাড়াতে বাধ্য হল বাংলা ডেয়ারি রাজ্য সরকারের এই সংস্থা সাধারণ গৃহস্থের ঘরে খাঁটি দুধ পৌঁছে দিতে সংকল্পবদ্ধ। সাধারণ মানুষের নাগালের মধ্যে দাম রেখে সামান্য এক টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।