চিত্র: নিজস্ব
Bangla Jago Desk, সুব্রত বিশ্বাস, ইসলামপুর : শিক্ষক দিবসের দিন শিক্ষকদেরকে সম্মান জানানোর রেওয়াজ রয়েছে। এদিন মূলত পড়ুয়ারায় শিক্ষকদেরকে ফুল দিয়ে আন্তরিক শ্রদ্ধার্ঘ্য জানান । তবে এবার সেই ভূমিকা পালন করল পঞ্চায়েত প্রধান। উত্তর দিনাজপুরের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে প্রাথমিক ও হাইস্কুল গুলোতে পাঠানো হয়েছে সংবর্ধনা।
‘ভেঙে পড়তে নেই, হেরে যেতে নেই, দৃঢ় চরিত্রের মানুষ হয়ে উঠতে হবে’ প্রতিদিন ক্লাসে এই পাঠ যারা দেন সেই শিক্ষকদেরকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজ পালিত হচ্ছে শিক্ষক দিবস। তার মাঝে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনব ভাবে শিক্ষক দিবস পালন করা হল। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে যতগুলো প্রাইমারি স্কুল এবং হাই স্কুল রয়েছে প্রত্যেকটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কে দেওয়া হলো সংবর্ধনা।
[আরও পড়ুন:ব্যবসায়ীদের পুনর্বাসনের বন্দোবস্ত প্রশাসনের]
পাশাপাশি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পালের প্রতিনিধি অভিজিৎ পাল বলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো স্কুল রয়েছে প্রত্যেকটি স্কুল এগিয়ে আমরা শিক্ষকদের সঙ্গে বসে শিক্ষক দিবস পালন করলাম এবং আগামী দিনে যাতে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে এই স্কুলগুলোর সম্পর্ক ভালো হয় তার কারণেই আমাদের এইটুকু প্রয়াস ও আমরা স্কুলের বিভিন্ন বিষয়ে কথা বললাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোন সাহায্য দরকার হলে আমরা তা করতে রাজি আছি, সব মিলে এই সমাজের মেরুদন্ড হলো শিক্ষক শিক্ষিকারা তাদের কে আমরা আজ এই শিক্ষক দিবসের দিন সম্মানিত করে আমরাও খুশি।