ad
ad

Breaking News

Goutam Deb

বিধান মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের আর্থিক সাহায্য দিলেন মেয়র

মোট ২২টি দোকান মালিকদের মধ্যে ৯ জনকে ১ লক্ষ‍্য এবং বাকি ১৩ জনকে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। চেক তুলে দেওয়ার পর ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে বৈঠক করেন মেয়র গৌতম দেব।

The Mayor gave financial help to the shopkeepers affected by the fire in Bidhan Market

নিজস্ব চিত্র

Bangla Jago Desk : রাজ্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধান মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের হাতে চেক তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের হাতে চেক তুলেদেন মেয়র গৌতম দেব। মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পুর-কমিশনার সচিব, মেয়র পারিষদ,বোরো চেয়ারম্যান কাউন্সিলরেরা।

[ আরও পড়ুন : রোমান সাম্রাজ্যের আদলে মণ্ডপ, থিমে কলকাতাকে টেক্কা দেওয়ার চেষ্টা ]

এদিন মোট ২২টি দোকান মালিকদের মধ্যে ৯ জনকে ১ লক্ষ‍্য এবং বাকি ১৩ জনকে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। চেক তুলে দেওয়ার পর ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে বৈঠক করেন মেয়র গৌতম দেব। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন আপনারা জানেন অতি সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে এসেছিলেন। তার আগের দিন বিধান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কে বিস্তারিত জানাই। তিনি প্রশাসনিক স্তর থেকে রিপোর্ট পান তারপর সিদ্ধান্ত নেওয়া হয় আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন। যাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এক লক্ষ টাকা ও যাদের একটু কম ক্ষতি হয়েছে তাদের ৫০ হাজার টাকা। এর পাশাপাশি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দোকানগুলো তৈরি করে দেওয়া হবে।

[ আরও পড়ুন : Israel: লেবাননে প্রবেশ ইজরায়েলি সেনার, হেজবোল্লা ঘাঁটি ধ্বংসের অভিযান ]

উল্লেখ্য, গত মাসের ২৮ তারিখ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় প্রায় ২৩ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এরপরের দিন অর্থাৎ 29 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কন্যায় আসেন। এরপরেই তিনি উত্তরকন্যা থেকে ক্ষতিগ্রস্ত দোকানে মালিকদের পাশে থাকার জন্য আর্থিক সাহায্য ঘোষনা করেন। এবং সেই কথা অনুযায়ী এদিন মেয়র গৌতম দেব ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন।