ad
ad

Breaking News

Mamata Banerjee

সবার মাথার উপর ছাদ-ই লক্ষ্য, বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মালদায় প্রশাসনিক সভা থেকে আবারও কেন্দ্রের বঞ্চনা নিয়ে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

The goal is to provide a roof over everyone's head, the Chief Minister makes a big announcement about Bengal's housing.

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: মালদায় প্রশাসনিক সভা থেকে আবারও কেন্দ্রের বঞ্চনা নিয়ে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন বাংলার বাড়ি প্রকল্প চলছে। রাজ্যের লক্ষ্য প্রত্যেকটা পরিবারের যাদের মাথার ছাদ নেই তাদের বাড়ি তৈরি করে দেওয়া। কিন্তু সমস্যা হচ্ছে টাকা। ধারাবাহিক কেন্দ্রীয় বঞ্চনা চলছে। ঘর তো সবার চাই। কিন্তু কেন্দ্র বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না। ১ লক্ষ ৬২ হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র। তার মধ্যেও রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু রেখেছে।

১২ লক্ষের বেশি পরিবারকে বাড়ি তৈরি টাকা দেওয়া হয়েছে। এই আর্থিক অনটনের মধ্যেও রাজ্য সরকার কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, খাদ্য সাথী, যুবশ্রী, স্টুডেন্ট স্মার্ট কার্ড সহ একাধিক প্রকল্প চালিয়ে যাচ্ছে। পরিযায়ী শ্রমিক যারা ফিরে এসেছেন তাদের জন্য একাধিক প্রকল্প চালু রেখেছে সরকার।

সাধারণ মানুষের পরিষেবা দেয়ার জন্য কোন কার্পণ্য নেই। কিন্তু বাংলার প্রতি ধারাবাহিক বঞ্চনা চলছেই কেন্দ্রের। আর সেজন্য ইচ্ছে থাকলে অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। তবুও বাংলার সরকার দৃঢ়প্রতিজ্ঞ। যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে প্রত্যেকটি প্রকল্প চলছে। যাদের বাড়ি নেই তাদের বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি করে দেওয়া হচ্ছে। যারা পাননি তারাও পেয়ে যাবেন। মালদার সভা থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।