ad
ad

Breaking News

Jhargram

চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল আবগাড়ি দপ্তর

Bangla Jago Desk,ঝাড়গ্রাম: আবারও বড় সাফল্য পেল পুলিশ । মঙ্গলবার ঝাড়গ্রাম (Jhargram) জেলার সাঁকরাইল ব্লকের বেনাগেড়িয়া, গুড়িগোট, ধোবাশোল, কুলটিকরী সহ একাধিক এলাকায় আবগাড়ি দপ্তর ও সাঁকরাইল থানার যৌথ উদ্যোগে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।  গোপনসূত্রে তল্লাশি চালিয়ে ওই গ্রামগুলোর থেকে প্রচুর পরিমান মদ উদ্ধার করে পুলিশ । এছাড়া , তল্লাশি  চালিয়ে ওই গ্রাম গুলোর […]

The Excise Department has achieved great success in its campaign against distilled liquor

Bangla Jago Desk,ঝাড়গ্রাম: আবারও বড় সাফল্য পেল পুলিশ । মঙ্গলবার ঝাড়গ্রাম (Jhargram) জেলার সাঁকরাইল ব্লকের বেনাগেড়িয়া, গুড়িগোট, ধোবাশোল, কুলটিকরী সহ একাধিক এলাকায় আবগাড়ি দপ্তর ও সাঁকরাইল থানার যৌথ উদ্যোগে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।  গোপনসূত্রে তল্লাশি চালিয়ে ওই গ্রামগুলোর থেকে প্রচুর পরিমান মদ উদ্ধার করে পুলিশ । এছাড়া , তল্লাশি  চালিয়ে ওই গ্রাম গুলোর থেকে চোলাই মদ নষ্ট করে দেয় পুলিশ ।

(আরও পড়ুন : CBI On Trafficking: চাকরির টোপ দিয়ে ভারতীয়দের রাশিয়ায় যুদ্ধে পাচার, সিবিআই তদন্তে গ্রেপ্তার ৪ ) 

বেআইনিভাবে গজিয়ে ওঠা চোলাই মদের ঠেক গুলিতে এদিন সাঁকরাইল থানার পুলিশ ও আবগাড়ি দপ্তরের কর্মীরা গিয়ে তল্লাশি অভিযান চালায়। জানা গিয়েছে, তল্লাশি অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদ, ২,৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৩০ কেজি গুড় বাজেয়াপ্ত করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ ১৬ হাজার টাকা। সূত্রের খবর , এতদিন ধরে এত তল্লাশি চালানোর পর কীভাবে এত চোলাই মদ উদ্ধার হচ্ছে , সেই নিয়ে নানা প্রশ্ন উঠছে নানান  প্রশ্ন ।





পুলিশ ওই গ্রাম গুলিতে যাওয়ার আগেই চোলাই মদের কারবারিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। যার ফলে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। খুশি ওই এলাকার সর্বস্তরের মানুষজন। নয়াগ্রাম আবগাড়ি দপ্তরের আই.সি. সন্দীপ দে বলেন, চোলাই মদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে।