ad
ad

Breaking News

Nadia

Nadia: ক্ষ্যাপা কুকুরের তাণ্ডবে আতঙ্কিত গোটা গ্রাম, কামড়ে আহত একাধিক ব্যক্তি

নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার শিব নিবাস গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষ্যাপা কুকুরের তান্ডব

The entire village is terrified by the rampage of angry dogs, several people are bitten

সংগৃহীত

Bangla Jago Desk: নদিয়া,মাধব দেবনাথ: নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার শিব নিবাস গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষ্যাপা কুকুরের তান্ডব। ক্ষেপে গিয়ে গ্রামের একাধিক ব্যক্তিকে কামড়ানোর ঘটনায় রীতি মতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে গ্রামবাসীরা হাতে লাঠি নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন। তাঁদের দাবি এই ক্ষ্যাপা কুকুর এলাকার প্রায় ২০ থেকে ২৫ জনকে কামড়েছে।

[আরও পড়ুন: সন্দীপের বাড়ির সন্ধান মিলল,আটক সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন]

পুলিশ কেও এই ঘটনা জানানো হয়েছে। তবে হাতে লাঠি না থাকলে এই কুকুর এর হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। তাই তারা লাঠি হাতে রাস্তায় ঘুরছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যেবেলায় শিবনিবাস মন্দির এলাকায় ক্ষ্যাপা কুকুর আসে। মন্দির এলাকায় প্রথমে ৬৫ বছরের নারায়ণ দাস নামে একজনকে কামড়ায় ক্ষ্যাপা কুকুর। স্থানীয়রা কুকুরকে তাড়া করলে কুকুরটি পালিয়ে যায়। রাস্তায় কুকুরের সামনে যে পড়েছে তাকেই কুকুরটি কামরায়।

৮ থেকে ৮০ কেউ বাদ যায়নি ক্ষ্যাপা কুকুরের কামড়ের হাত থেকে। রাত্রিবেলায় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসা করতে আসেন। এদের মধ্যে বেস্ট কয়েকজনের অবস্থা খুব খারাপ হওয়ায় তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের চিকিৎসক। শুক্রবার সকালেও বেশ কয়েকজনকে খ্যাপা কুকুরটি কামরায়। কৃষ্ণগঞ্জ হাসপাতাল সূত্রে খবর প্রায় ২০ জন ক্ষ্যাপা কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে, পাশাপাশি গবাদি পশু ও ছাগল আক্রান্ত হয়েছে ক্ষ্যাপা কুকুরের কামরে। স্থানীয় গ্রামবাসীরা কুকুরের কামড়ের রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন।

[আরও পড়ুন: ডেঙ্গি প্রতিরোধে তৎপর প্রশাসন, নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থাপনা]

যাদের বেরোনোর খুব দরকার বাড়ি থেকে তারা বেরোলেও কেউ হাতে দা কেউবা লাঠি নিয়ে বেরোচ্ছেন ক্ষ্যাপা কুকুরের কামড়ের হাত থেকে রেহাই পাবার জন্য। স্থানীয় বাসিন্দা নিশিদ চক্রবর্তী বলেন নিজেদের আত্মরক্ষার্থে আমরা লাঠি নিয়ে রাস্তায় বেরিয়েছি। মাধব দাস তিনিও বলেন ক্ষ্যাপা কুকুরের হাত থেকে নিজের এবং শিশুদের পরিবার রক্ষা করবার জন্যই তারা লাকি হাতে বেরিয়েছেন পথে। এখনো পর্যন্ত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন প্রশাসন কুকুরের বিরুদ্ধে ব্যবস্থা নিক না হলে আরো অনেকেই আক্রান্ত হবে।