নিজস্ব
Bangla Jago Desk,দেবব্রত বাগ ,ঝাড়গ্রাম: ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গননা কেন্দ্র। মঙ্গলবার ঝাড়গ্রাম লোকসভা লোকসভা কেন্দ্রের ভোট গননা হবে ঝাড়গ্রাম রানী ইন্দিরাদেবী মহিলা কলেজে।
[ আরও পড়ুন: Jalpaiguri: জলপাইগুড়িতে শিল্পিকে সংবর্ধনা বিধায়কের]
কলেজের ভেতরে আলাদা করে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। টিনের ঘেরার ভেতর রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সেখানে কারোর ঢোকার অনুমতি নেই। তার বাইরে কলেজ বাউন্ডারি রাজ্য স্বসস্ত্র পুলিশের পাহারায় রয়েছে। ক্যাম্পাসের বাইরে আলাদা করে লক গেট করে সেখানে রাজ্য পুলিশ ঘিরে রেখেছে। ত্রিস্তরিয় নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্র। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের মোট ভোটার ১৭,৭৯,৭৯৪ জন, ভোট পড়েছে -৮৩.৪৭%, অর্থাৎ ভোট দিয়েছেন ১৪৮৫৫৯১জন ভোটার। ভোট গণনা হবে ১৬ থেকে ১৮ রাউন্ড পর্যন্ত । মঙ্গলবার সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে স্ট্রং রুম খুলে দেওয়া হবে। ভোট গণনা কেন্দ্রে কেবলমাত্র প্রার্থী, প্রার্থীর এজেন্ট ও কাউন্টিং এজেন্ট রা তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে প্রবেশ করতে পারবে।
[ আরও পড়ুন:
| Cooch Behar: ফল ঘোষণার আগে কোচবিহারে উত্তেজনা,অভিযোগের তির বিজেপির দিকে] |
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোট ১৩ জন প্রার্থী রয়েছে, তাদের ভাগ্যবন্দী রয়েছে ইভিএম মেশিনে, ১৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালিপদ সরেন বলেন পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট আউট এর আগেই তো একটু টেনশন থাকে, রেজাল্ট আউট হয়ে গেলে সেই টেনশন মুক্ত হয়। তাই একটু টেনশন রয়েছে, তবে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তিনি দলীয় কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে যারা কাউন্টিং এজেন্ট থাকবেন তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়াও তিনি দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন অনেকেই অনেক কিছু বলবে, তাতে কেউ কান দিবে না। কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং হল ছেড়ে কাউন্টিং এজেন্টরা কেউ বের হবেন না।