চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: একাধিক প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বাংলার প্রাপ্য রয়েছে কোটি কোটি টাকা। আবাস যোজনার অর্থ, ১০০ দিনের কাজের টাকা এরকম অনেক প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রেখেছে। এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন বেশ কয়েকবার। তারপরেও বাংলা তার প্রাপ্য অর্থ পাইনি।
বাংলার প্রাপ্যে কর বাবদ ১৩ হাজার কোটি টাকা ছাড়ল কেন্দ্র pic.twitter.com/HlxMHmLGIX
— Bangla Jago Tv (@BanglaJagotv) January 10, 2025
এমনকি বাংলার প্রাপ্য করের টাকা পর্যন্ত কেন্দ্র আটকে রাখে বলে অভিযোগ। এই নিয়ে মুখ্যমন্ত্রী চিঠি লিখেন বেশ কয়েকবার। অবশেষে বাংলার প্রাপ্য করে টাকার মধ্যে ১৩ হাজার কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্র। ভারতের বিভিন্ন রাজ্যকে প্রাপ্য করের টাকার ১ লক্ষ ৭৩ হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র। এরমধ্যে বাংলা পেয়েছে ১৩ হাজার কোটি টাকা। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক স্বার্থসিদ্ধির কারণে বাংলার প্রাপ্য অর্থ কেন্দ্র দিচ্ছে না এমন অভিযোগ বারবার করেছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী, দিল্লিতে আয়োজিত নীতি আয়োগ এর বৈঠকে এই নিয়ে সরব হয়েছিলেন। অবশেষে করের প্রাপ্য টাকার একটা অংশ বাংলাকে দেওয়া হল। তবে শুধু বাংলা নয়, এই টাকা পেয়েছে উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, অসম সহ মোট ২৮ টি রাজ্য এই অর্থ পেয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে মুখ্যমন্ত্রীর প্রতিবাদের ফসল এই অর্থ প্রাপ্তি।