ad
ad

Breaking News

East Medinipur

সামাজিক শিক্ষাদানে ‘শিক্ষারত্ন’ লাভ শিক্ষকের

স্কুলে চলে অন্যরকম পাঠদান। পাঠ্যক্রমের গণ্ডি ছাড়িয়ে ছাত্র-ছাত্রীদের মূল্যবোধ, শৃঙ্খলা, স্বাস্থ্য,  সামাজিক বিষয়ে পাঠ চলে নিয়মিত

Teacher's gain in social teaching

চিত্র: নিজস্ব

 Bangla Jago Desk, রাজীব নন্দী,পূর্ব মেদিনীপুর :  স্কুলে চলে অন্যরকম পাঠদান। পাঠ্যক্রমের গণ্ডি ছাড়িয়ে ছাত্র-ছাত্রীদের মূল্যবোধ, শৃঙ্খলা, স্বাস্থ্য,  সামাজিক বিষয়ে পাঠ চলে নিয়মিত। স্কুলকে পড়ুয়াদের দ্বিতীয় বাড়ি হিসেবে গড়ে তুলেছেন পাশকুরার ঘোষপুর স্কুলেরই প্রধান শিক্ষক সুপ্রতিম মান্না। তার অন্যরকম পাঠ দানের কারণে তার হাতে উঠেছে অনন্য সম্মান। শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত সুপ্রতীম মান্না।

পড়াশোনা শুধু পাঠ্য বইয়ের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সেই গণ্ডি পার করে ছাত্র-ছাত্রীরা  প্রতিনিয়ত পাঠ নেন মূল্যবোধ, শৃঙ্খলা পরায়ণতা, স্বাস্থ্য ও সামাজিক বিষয়ে। আর এই কাজ একনিষ্ঠভাবে করে চলেছেন পাশকুরার ঘোষপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সুপ্রতীম মান্না। ছাত্রছাত্রীদের মধ্যে সুঅভ্যাসের পাঠ প্রতিনিয়ত দিয়ে চলেছেন তিনি। আর সেকারণে রাজ্য সরকারের তরফ থেকে এবছর শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হলেন সুপ্রতীম মান্না। সু-শিক্ষা যে সমাজের সু পথে চালিত করে তা ক্লাসে পড়ানর সময় উল্লেখ করেন তিনি । কীভাবে সু-নাগরিক হয়ে ওঠা যায়, কীভাবে দেশ ও দশের ভালো করা যায়, পরিবেশকে কীভাবে সুস্থ রাখা যায়, মূলত সেসব্ই তার ক্লাসে উঠে আসে। বাড়ির পর স্কুল যে দ্বিতীয় বাড়ি সেটাই তিনি বার বার বোঝান ছাত্র ছাত্রীদেরকে।

[আরও পড়ুন: ব্যাবসায় ভাঁটা তাঁত শিল্পীদের, কপালে চিন্তার ভাঁজ]

রাজ্য শিক্ষা মানদণ্ডে পূর্ব মেদিনীপুর জেলা বারবার প্রথম সারিতে। জেলার শিক্ষা মুকুটে ‘রত্ন’ এনে দিল এই শিক্ষক। এই সম্মান তার  দায়িত্বকে আরও বাড়িয়ে দিল বলেই তিনি উল্লেখ  করেছেন। সঙ্গে  তিনি ধন্যবাদ জানাচ্ছেন তাঁর সহকর্মী ও অভিভাবকদেরকে। তাঁরা পাশে না থাকলে এই সম্মান পাওয়া হত না। তিনি ছাত্র-ছাত্রীদের শিক্ষা, স্বাস্থ্য, শৃঙ্খলাবোধ, সংস্কৃতি ও সামাজিক মানোন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত রাখবেন আজীবন এমনটাও জানিয়েছেন।

রক্তদান, সেফ ড্রাইভ সেভ লাইফ, সাইবার ক্রাইম, সোশ্যাল অ্যাওয়ারনেস, মোবাইল ফোনের অপকারিতা, বাল্য বিবাহ রোধ, স্যানিটাইজেশন কর্মসূচিতে নিয়মিত ছাত্র ছাত্রীদের কাজে লাগান।