Bangla Jago Desk: গত লোকসভা ও বিধানসভা ভোটের প্রচারে দিল্লি থেকে উড়ে আসা বিজেপি নেতারা কত প্রতিশ্রুতি দিয়েছিলে। বন্ধ চা বাগান খোলার পাশাপাশি ধুকতে থাকা বাগান পুনরুজ্জীবনের কথা বলা হয়েছিল। শ্রমিক কল্যাণেও অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই কিছুই পূরণ হয়নি। এদিকে, রাজ্য সরকার নিজের সাধ্যমতো চা বাগানের পাশে দাঁড়ানোর পাশপাশি শ্রমিকদের জন্য অনেক কিছু করেছে। আলোচনার মাধ্যমে বেশ কয়েকটি বন্ধ বাগান খোলা হয়েছে। এমন পরিস্থিতিতে আবার বন্ধ হয়ে গেল একটি চা বাগান।
আর্থিক কারণে ডুয়ার্সের সামসিং চা বাগান বন্ধ করার নোটিশ দিলেন মালিকপক্ষ। ফলে কর্মহীন হয়ে পড়লেন বাগানের প্রায় বারোশো শ্রমিক। মঙ্গলবার সকালে বাগানে বাগান বন্ধের নোটিশের কথা জানতে পারেন শ্রমিকরা। পুজোর মুখে বাগান বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত শ্রমিকদের। এবিষয়ে এলাকার জেলা পরিষদের সদস্য স্নোমিতা কালান্দি জানান, পুজোর মুখে বাগান বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের সমস্যায় পড়তে হবে। বাগানের শ্রমিক সংগঠনের নেতারা যাবতীয় বিষয়টি দেখছেন। বাগানের সমস্যা মেটানোর জন্য প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন তিনি।
লকআউট নোটিশে কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন আর্থিক সঙ্কট চলছে। তা সত্ত্বেও শ্রমিকদের মজুরি সহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছিল। এখন কোন উপায় না থাকায় বাগান বন্ধ করতে বাধ্য হয়েছেন মালিক পক্ষ। বাগান বন্ধের নোটিশ জারি হলেও এদিন শ্রমিকদের সেইভাবে বিক্ষোভ করতে দেখা যায়নি। বাগানের ফ্যাক্টরির গেট ছিল বন্ধ। কোনও কাজ হয়নি। শ্রমিকদের আশা, সঙ্কট মিটিয়ে ফের খোলার উদ্যোগ নেওয়া হবে বাগান।
Free Access