চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: দুর্যোগের কারণে আতঙ্কিত সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মানুষ।নতুন করে বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গঙ্গাসাগরে।নিম্নচাপের কারণে উপকূলবর্তী এলাকায় বৃষ্টির বহর বেড়েছে।যারফলে সীমান্তের মানুষ সিঁদুরে মঘে দেখছে।এদিকে,মত্স্যদফতর নিষেধাজ্ঞা আরোপের পর বন্দরে ফিরছে একের পর এক ট্রলার।স্থানীয়রা প্রশাসনের কাছে বাঁধ মেরামতের দাবি তুলেছে (Sunderban)।
নিম্নচাপের কারণে সুন্দরবনের বিস্তীর্ণ অংশে বৃষ্টির বহর বেড়েছে।প্রায়শই বর্ষণের ধাক্কায় ভাঙছে নদীবাঁধ।এরমাঝে দেখা যায় সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ভাঙনের তীব্রতা বাড়ছে।গঙ্গাসাগরের মানুষ তাই সিঁদুরে মেঘ দেখছে।ভারী বৃষ্টির কারণে বন্ধ রাখা হয়েছে গঙ্গাসাগরের মন্দিরতলা খেয়াঘাট পরিষেবা।নদী বাঁধ ভাঙনের জন্য উপকূলের মানুষ আশঙ্কায় রয়েছেন।স্থানীয়দের দাবি,অবিলম্বে বাঁধ শক্তিশালী করা হোক। জনস্বার্থে বাঁধ পুণঃনির্মাণের কাজে নজরদারি বাড়ানোর পক্ষেও সওয়াল করেন সন্ত্রস্ত মানুষ।প্রশাসন সবকিছুর উর্ধ্বে উঠে, বাঁধ রক্ষণাবেক্ষণে জোর দিতে চায়।কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ না করলেও রাজ্য সরকারই বাঁধ শক্তিশালী করছে।বর্ষার আগে গঙ্গাসাগরে ভাঙনের আতঙ্ক গ্রাস করছে (Sunderban)।
আরও পড়ুন: Collapsed bridge in Dhupguri: ধুপগুড়িতে সেতু বিপর্যয়, দুর্ভোগে হাজারো গ্রামবাসী
সুন্দরবনের অরক্ষিত এলাকায় বাঁধকে ঢেলে সাজানো হচ্ছে।রাজ্য সরকার ২০০কোটি টাকা বরাদ্দ করেছে।এদিকে, গোপালগঞ্জের বিস্তীর্ণ এলাকাকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে ১৪০০ মিটার দীর্ঘ এই কংক্রিটের বাঁধ নির্মাণ করা হচ্ছে।সুন্দরবনের যেখানেই নদীবাঁধ ভেঙেছে সেখানে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। গঙ্গাসাগরের মন্দিরতলা খেয়াঘাটে নতুন করে নদী বাঁধে ভাঙন দেখা দিয়েছে। মাটির নদী বাঁধে ভাঙনের ফলে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষজনেরা।এলাকাবাসীদের দাবি, দ্রুত বাঁধ মেরামতি করুক ব্লক প্রশাসন না হলে আগামী দিনে নদী বাঁধ ভেঙে জলমগ্ন হয়ে যেতে পারে এলাকা।তাই একথা জানার পর প্রশাসনও উদ্যোগী হতে চায় (Sunderban)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
নিম্নচাপের কারণে গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তর। মৎস্য দপ্তরের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসার পর একে একে ট্রলার গুলি বন্দরে ফিরছে। স্থানীয়রা বাঁধ মেরামতির দাবি জানাচ্ছে ব্লক প্রশাসনের কাছে। ব্লক প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামত করা হবে এমনটাই জানানো হয়েছে (Sunderban)।