ad
ad

Breaking News

Sundarban

Sundarban: সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ১২টন ইলিশ

সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ১২ টন ইলিশ।বহুদিন ইলিশের খরা কাটিয়ে শেষ পর্যন্ত ইলিশ মাছের মুখ দেখল মৎস্যজীবীরা

Sundarban fishermen caught 12 tons of hilsa

নিজস্ব

Bangla Jago Desk,জাহেদ মিস্ত্রী,দক্ষিণ চব্বিশ পরগনা: সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ১২ টন ইলিশ।বহুদিন ইলিশের খরা কাটিয়ে শেষ পর্যন্ত ইলিশ মাছের মুখ দেখল মৎস্যজীবীরা । ভরা শ্রাবণে গত দু’‌দিনে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, পাথরপ্রতিমার ঘাটে পৌঁছেছে প্রায় ১২টন টাটকা ইলিশ। আগামী দু’‌দিন আরও ইলিশ ঢুকবে ঘাটগুলিতে। সমুদ্রে এই মুহূর্তে ইলিশ ধরার অনুকুল পরিবেশ সৃষ্টির পরেই জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপোলী শস্য। ধরা পড়া ইলিশের ওজনও বেশ ভাল।

[ আরও পড়ুন: Train cancel: বনগাঁ শাখায় ট্রেন চলাচল বন্ধ, বিপর্যস্ত রেল যাত্রীরা]

বেশীরভাগ ইলিশ সাত’‌শ গ্রামের ওপরে বলে জানা যাচ্ছে। এদিন নামখানাতে দেড় কিলো ওজনের ইলিশও নিলাম হয়েছে। ইলিশের জোগান বাড়ায় দামও কমেছে বেশ কিছুটা। ইতিমধ্যে ডায়মন্ড হারবারের মাছের আড়ত ঘুরে পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন বাজারে। ইলিশ মেলায় খুশি ট্রলার মালিক, মৎস্যজীবী থেকে সাধারণ ক্রেতারা।

[ আরও পড়ুন: Ransomware attack, প্রায়৩০০ টি ভারতীয় ছোট ব্যাঙ্কের পেমেন্ট সিস্টেমকে আঘাত করেছে

চলতি বছরে ১৫ জুন থেকে শুরু হয়েছিল ইলিশ ধরার মরসুম। বৃষ্টির ঘাটতির জন্য সমুদ্রে গিয়েও কার্যত খালি হাতে ফিরতে হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার কয়েক হাজার ট্রলারকে। এরপর গত ১৫ দিন ধরে সমুদ্র উত্তাল থাকায় বারে বারে সরকারি নিষেধাজ্ঞা ছিল। এরই মধ্যে নিষেধাজ্ঞা ওঠার পর সমুদ্র পাড়ি দেয় মৎস্যজীবীরা। বৃষ্টি শুরু হয় সাগরে। সঙ্গে পুবালী বাতাস। অনুকুল পরিবেশ তৈরী হতেই জালে পড়তে শুরু করে ঝাঁকে ঝাকে ইলিশ। সেই ইলিশ নিয়ে ঘাটে ফিরতে শুরু করেছে মৎস্যজীবী ট্রলারগুলি।