ad
ad

Breaking News

Alipurduar

১ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে সুভাষিনী চা বাগানের রাস্তা

উত্তরবঙ্গ জুড়ে চলছে উন্নয়নের কাজ।

Subhashini Tea Garden road to be constructed at a cost of Rs 61 lakh

নিজস্ব চিত্র

Bangla Jago Desk:  উত্তরবঙ্গ জুড়ে চলছে উন্নয়নের কাজ। এবার এক  কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে তৈরি হচ্ছে রাস্তা। বুধবার এই কাজের শুভ সূচনা করলেন রাজ্যসভার সাংসদ তথা আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক ।

 এদিন থেকে  আলিপুরদুয়ার জেলার  কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানে প্রায় দেড় কিলোমিটার এই রাস্তার কাজ শুরু হবে। এরফলে উপকৃত হবেন হাজার হাজার মানুষ।  এই রাস্তা তৈরির কাজ  দ্রুত হবে বলে খবর।

আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি টোটোতে ধাক্কা, নিহত চালক, আহত ২

এই প্রসঙ্গে সাংসদ প্রকাশ চিক বরাইক জানিয়েছেন, ‘সুভাষিনী চা বাগান মালাঙ্গি গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ে আমরা বলেছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রথম যে কাজ হবে সে কাজ চা বাগানি হবে সে অনুযায়ী সুভাষিনী চা বাগানে এ রাস্তার কাজ শুরু হয়েছে । আমি ধন্যবাদ জ্ঞাপন করি এখানের সুভাষিনী বাসিন্দাদের ডিমান্ডের মতো কাজ করতে পেরেছি । আগামীতে সুভাষিনী চা বাগানের যে দাবি আছে সেটাও পূরণ করব।‘  একথায় বলা যায়, এই রাস্তা তৈরি হলে বেশ উপকৃত হবেন সুভাষিনী চা বাগানে মানুষেরা।