নিজস্ব ছবি
Bangla Jago Desk,শান্তুনু পান, পশ্চিম মেদিনীপুর: দূর দূরান্ত থেকে ছাত্র-ছাত্রীদের আসতে হয় কলেজে। বাস থেকে নেমে প্রায় ২ কিমি পথ পায়ে হেঁটে কলেজে পৌঁছাতে হয়। তবে কলেজের সামনেই রয়েছে বাসস্ট্যান্ড অথচ সেই স্টান্ডে বাস দাঁড়ানো না। যাতে কলেজের সামনের স্ট্যান্ডে বাস দাঁড়ায় সেই দাবীতে এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্র ছাত্রীরা। ঘটনা এগরা- বেলদা রাজ্য সড়কের পাশে থাকা কাশমূলী গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের।
[আরও পড়ুনঃ মানসিক ভারসাম্যহীন ছেলেকে শিকলবন্দি! সরকারের কাছে সাহায্যের আর্জি নিরুপায় বাবা-মায়ের]
একেবারে কলেজের সামনেই দাঁতন ২ ব্লক প্রশাসনের উদ্যোগে প্রায় ৪ লক্ষ টাকা ব্যায়ে তৈরী হয়েছে যাত্রী প্রতীক্ষালয়। অথচ সেই স্ট্যান্ডে বাস দাঁড়ায় না। প্রায় ২ কিলোমিটার দূরের বাস স্ট্যান্ডে নেমে আসতে হয় ছাত্র ছাত্রীদের। পরিবহন দপ্তর ও স্থানীয় প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও কোনো বাস দাঁড়াতে চায়না বলে অভিযোগ। রাস্তায় থাকা গাড়ির চালকরা অবরোধ তুলতে বললে ছাত্র ছাত্রীদের মধ্যে জোর বচসা লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে গেলে জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসেন। ছাত্র ছাত্রীদের সাথে বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও দেন।
পাশাপাশি কলেজের সামনে ট্রাফিক ব্যারিকেড ও সিভিক ভলেন্টিয়ার থাকার ব্যবস্থা করা হবে বলেও জানায় পুলিশ। কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ শৈশব কুমার দিন্দা জানিয়েছেন, ছাত্র ছাত্রীরা প্রতিনিয়ত সমস্যায় পড়ে রাগে ক্ষোভে এই অবরোধ করেছে। কলেজের পক্ষ থেকে বহুবার প্রশাসনকে, জেলা দপ্তর, পরিবহন দপ্তরকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। তাই ছাত্র ছাত্রীরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে। পুলিশ প্রশাসনের আসাতে ছাত্রছাত্রীদের অবরোধ বন্ধ করে। তবে সমস্যার সমাধান না হলে আগামী দিনে তারা আন্দোলনে নামবেন বলেও জানিয়েছেন।