ad
ad

Breaking News

রাজ্য পুলিশ

‘সব দোষীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ’, গোয়ালপোখরকাণ্ডে কড়া বার্তা পুলিশের

বাংলার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে, অপরাধ দমনে পুলিশ যে কঠোর অবস্থান নেবে তাও পরিস্কার করে দিয়েছেন উত্তরবঙ্গের আইজি।

Strict action against all culprits', strict message from the police in Gowalpokhar incident

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: গত ১৫তারিখ বিকেল ৪টেয় ফেরার হয়ে যায় বিচারাধীন বন্দি সাজ্জাক আলম। তাকে ধরার জন্য পুলিশ শতচেষ্টা করে।পুলিশের কাছে খবর আসে,সাজ্জাক গোয়ালপোখর থানার সাহাপুর ২ নম্বর পঞ্চায়েতের শ্রীপুর সীমান্ত পার করে বাংলাদেশে পালাবার চেষ্টা করছে। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ স্পটে পৌঁছে যায়। টের পেয়ে সাজ্জাক গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ।৩-৪রাউন্ড গুলি চালানো হয়। পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে। তবুও অপরাধী বেপরোয়াভাবে গুলি চালায়। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় বলে জানান উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব। পুলিশ  বাধ্য হয়ে গুলি চালায়।গুলিবিদ্ধ সাজ্জাককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।চিকিত্সকরা জানান,কমপক্ষে ৩টি গুলি লাগে সাজ্জাকের। সেখানেই পলাতক বন্দির মৃত্যু হয়।এই অপারেশেনে দক্ষও অভিজ্ঞ অফিসাররা ছিলেন বলে জানিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম।  পুলিশ কর্তারা  কড়া বার্তা দেন,সব দোষীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।  

নিহত সাজ্জাকের আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। করা হবে ফরেন্সিক পরীক্ষা। সাজ্জাক আলম, কালিয়াচকে পোলট্রি ফার্মের মালিক খুনে অভিযুক্ত। রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারের বিচারাধীন বন্দি ছিল। বুধবার ইসলামপুর আদালতে শুনানিতে হাজির করা হয়। শুনানি শেষে প্রিজন ভ্যানে করে রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে। গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার একরচালা কালীমন্দিরের কাছে শৌচকর্ম করবে বলে জানায়। প্রিজন ভ্যান থেকে নামে। অভিযোগ, প্রিজন ভ্যান থেকে নেমে দুই পুলিশকর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এরপর একটি বাইকে চড়ে চম্পট দেয়। রায়গঞ্জ পুলিশ সুপার সাজ্জাকের ২ লক্ষ টাকা মাথার দাম ধার্য করে। বৃহস্পতিবার জখম দুই পুলিশকর্মীকে দেখতে যান খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ৪৮ ঘণ্টার মধ্যে সাজ্জাককে গ্রেপ্তার করতে হবে বলেই নির্দেশ দেন ডিজি।

[আরও পড়ুন: শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, মৃত ১]

রাজীব কুমার স্পষ্ট করেন, পুলিশের উপর গুলি চালালে পালটা তার ৪ গুণ গুলি চালানো হবে বলেই হুঁশিয়ারি দেন তিনি।এই কড়া বার্তার মাধ্যমে ডিজি বুঝিয়ে দেন,অপরাধ দমনে পুলিশ আর কোনও রেয়াত করতে রাজি নয়।এই রাজ্যে পুলিশ একাধিকবার আক্রান্ত হয়েছে,যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে। কিন্তু এই বিচারাধীন বন্দিকে আত্মরক্ষার নির্দেশ দেওয়া হলেও অভিযুক্ত  বেপরোয়া গুলি চালাতে শুরু করায়পুলিশ পাল্টা গুলি চালাতে বাধ্য হয় বলে পুলিশ কর্তারা জানিয়েছেন।   

[আরও পড়ুন: এবার রানাঘাটে উদ্ধার ভেজাল হলুদের গুঁড়ো, ধৃত ১]

বাংলার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে, অপরাধ দমনে পুলিশ যে কঠোর অবস্থান নেবে তাও পরিস্কার করে দিয়েছেন উত্তরবঙ্গের আইজি।