নিজস্ব চিত্র
Bangla Jago Desk: শুক্রবার দোল উৎসব। ইতিমধ্যে এই উৎসবকে কেন্দ্র করে নদিয়ার নবদ্বীপে ঢল নেমেছে হাজার হাজার ভক্তের। তার-ই মাঝে চলছে টোটো গাড়ির দৌরাত্ম্য। আর দৌরাত্ম্য রুখতে নবদ্বীপ থানা পুলিশের শুরু হল কড়া পদক্ষেপ। শহরকে যানজট মুক্ত রাখতে পুলিশের তরফ থেকে নেওয়া হল কড়া পদক্ষেপ।
বৃহস্পতিবার সকাল থেকেই নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামা তলা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে চলছে পুলিশের কড়া নজরদারি। পাঁচজনের বেশি যাত্রী নিয়ে টোটো চালক গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না শহরে। যদি পুলিশের নির্দেশ কেউ অমান্য করে, তাহলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ।
আরও পড়ুনঃ দোলের আগেই উদ্ধার বেআইনি বাজি, গ্রেফতার ২
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই গোটা নবদ্বীপের বিভিন্ন মঠ-মন্দিরে বেশি-বিদেশি ভক্তদের ঢল নেমেছে। সকালে প্রভাত ফেরি থেকে শুরু করে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়েছেন হাজার হাজার ভক্তরা। সেই কারণে সারা বছরের তুলনায় দোল উৎসবকে কেন্দ্র করে এক আবেগপ্রবণ মুহূর্ত তৈরি হয় নবদ্বীপ শহর জুড়ে। কিন্তু মানুষের ভিড়ের মধ্যেই বাড়তে থাকে টোটো গাড়ি চালকদের দৌরাত্ম্য। সেই কারণে টোটোর দৌরাত্ম্য রুখতে পুলিশের তরফ থেকে নেওয়া হলো এই পদক্ষেপ। স্বভাবতই পুলিশের এই পদক্ষেপে খুশি নবদ্বীপবাসী থেকে শুরু করে পর্যটকেরা।