ad
ad

Breaking News

Birbhum

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে পালন বসন্ত উৎসব

পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণে নৃত্য, গান, কবিতার মধ্য দিয়ে বসন্ত উৎসব উদযাপন হয়।

Spring festival celebrated in primary school through cultural program

নিজস্ব চিত্র

Bangla Jago Desk: বহরমপুরের ৮ নম্বর কাশীশ্বরী প্রাথমিক বালিকা বিদ্যালয় তাদের দশম বসন্ত উৎসব পালন করল। আর তাতে মেতে উঠল পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ প্রভাত ফেরির মধ্য দিয়ে বসন্ত উৎসবের শুভ সূচনা করা হয়।

পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণে নৃত্য, গান, কবিতার মধ্য দিয়ে বসন্ত উৎসব উদযাপন হয়। এদিন এই বসন্ত উৎসবে অংশগ্রহণকারী চতুর্থ শ্রেণির দুই ছাত্রী, অভিদীপ্তা সান্যাল ও আরোহী পাল জানাল, বসন্ত উৎসবের অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে।

আরও পড়ুনঃ ভুয়ো ভোটার ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রতিবাদে কংগ্রেস

বিদ্যালয়ের শিক্ষিকা অর্পিতা ঠাকুর জানালেন, দীর্ঘ কুড়ি দিন ধরে অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছিলছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। শিক্ষিকা সঙ্গীতা বিশ্বাস দীর্ঘ দিন ছাত্রীদের কবিতা আবৃত্তির প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করেছে এই অনুষ্ঠানের জন্য। বিশিষ্ট শিক্ষিকা তথা সংগীত শিল্পী অর্পিতা চক্রবর্তী জানালেন, ছাত্রীদের সঙ্গীতচর্চার মধ্য দিয়ে এই অনুষ্ঠানকে আরও মুখরিত করে তোলা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ ঘোষ বলেন, ২০১৬ সালেস্কুলে শুরু হয় বসন্ত উৎসব উদযাপন। দীর্ঘ ১০ বছর ধরেএই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হচ্ছে।