ad
ad

Breaking News

Srabani Mela

মহাকুম্ভের মহাবিপর্যয়ের কথা মাথায় রেখে শ্রাবণী মেলার আগে বিশেষ বৈঠক

মহাকুম্ভ মেলায় এবার বিপর্যয় ঘটেছে, প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই।

Special meeting before Srabani Mela, keeping in mind the great disaster of Mahakumbh

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: তরুণ মুখোপাধ্যায়, হুগলি: মহাকুম্ভ মেলায় এবার বিপর্যয় ঘটেছে, প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই।এদিকে,বাংলার তারকেশ্বরের শ্রাবণী মেলা আসন্ন। এই উৎসব উপলক্ষে শৈবতীর্থ তারকেশ্বর প্রতিবছর লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে। প্রয়াগরাজের দুর্ঘটনার কথা মাথায় রেখে শ্রাবণী মেলা যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে সেই নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল হুগলির জেলা শাসকের দফতরে।

এই বৈঠকে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না-সহ উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জনধারা, বিধায়ক অরিন্দম গুইন, বিধায়ক ডক্টর করবি মান্না, বিধায়ক রমেন্দ্র সিংহ রায়, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জগলভি, হুগলি গ্রামীণ পুলিশের এসপি কামনাশিস সেন, এসডিও চন্দননগর, এসডিও শ্রীরামপুর, শ্রীরামপুর, পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহা, বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো, চাঁপদানি পুরসভার পুরপ্রধান সুরেশ মিশ্র-সহ অন্যান্যরা।

বৈঠকের শেষে মন্ত্রী বেচারাম মান্না বলেন,‘প্রয়াগ রাজের কুম্ভ মেলায় যে দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার ফলে বহু মানুষের প্রাণ গিয়েছে। সেই কথা মাথায় রেখে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে যে শ্রাবণী মেলা অনুষ্ঠিত হয় সেই মেলাতেও লক্ষ লক্ষ মানুষ ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে এবং নেপাল থেকে আসেন।সেই মেলা যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে তার জন্য আজকে (বুধবার) আমরা সবাই বৈঠকে মিলিত হয়েছিলাম।

এদিনের এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলাম। তার মধ্যে রয়েছে- এই মেলার প্রাক্কালে প্রত্যেকটি বিভাগের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে শ্রাবণী মেলা যাতে সুষ্ঠুভাবে হতে পারে তার সমস্ত রকম ব্যবস্থা রাখা, এর সঙ্গে সঙ্গে আগামী মাঘী পূর্ণিমাতেও বাঁশবেড়িয়ার ত্রিবেণী সঙ্গমে যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং সেখানেও প্রচুর মানুষ উপস্থিত হন, সেই মেলাও যাতে সুস্থভাবে অনুষ্ঠিত হতে পারে তার জন্যও আলোচনা করেছি।

এর সঙ্গে সঙ্গে সেখানে একটি  দরগাও আছে। প্রতিবছর ওই একই সময় ওখানে উরস উৎসব হয়।সেই উৎসবও যাতে শান্তিপূর্ণভাবে এবং সম্প্রীতির মধ্যে অনুষ্ঠিত হতে পারে তার জন্য বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।আমাদের একটাই লক্ষ্য, আসন্ন যে সমস্ত ধর্মীয় উৎসবগুলি রয়েছে সেগুলিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা।’